Faculty of Science and Information Technology > Environmental Science and Disaster Management

Antarctic ice is melting

(1/1)

rumman:

মহাসাগরের উষ্ণ পানির প্রভাব অ্যান্টার্কটিকার বরফ নিচের দিক থেকে গলিয়ে দিচ্ছে। এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। সেখানে পানির নিচের বরফ কী পরিমাণ গলছে, এ তথ্য জানতে নতুন এক গবেষণায় স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত নেওয়া হয়েছে। গবেষণাটি ‘নেচার জিওসায়েন্স’ জার্নালে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, তাঁদের বিশ্লেষণে পানির নিচে লন্ডনের চেয়েও বড় আয়তনের একটি বরফ এলাকা পাওয়া গেছে। যেটি আগামী পাঁচ বছরের মধ্যে গলে যেতে পারে। সবচেয়ে আশঙ্কাজনক হারে বরফ গলতে দেখা গেছে পশ্চিম অ্যান্টার্কটিকায়।

গবেষকদলের প্রধান লিডস বিশ্ববিদ্যালয়ের ড. হ্যান্স কনরাড বলেন, ‘আমাদের এই গবেষণা পরিষ্কার প্রমাণ করে যে বরফের নিচের অংশ গলে যাচ্ছে। কিছু এলাকার সন্ধান মিলেছে যেগুলো এর আগে আবিষ্কৃত হয়নি।’

জলবায়ুর পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমাগত বেড়ে যাচ্ছে। এর ফলে দিন দিন মানুষের ঝুঁকিও ব্যাপক হারে বাড়ছে। চলতি শতাব্দী শেষে শত শত মিলিয়ন মানুষ আক্রান্ত হতে পারে।

এর আগের গবেষণা অনুযায়ী, অ্যান্টার্কটিকায় বরফ ‘বিপর্যয়ের’ কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা তিন মিটারের চেয়েও বেশি বৃদ্ধি পেতে পারে।
Source: কালের কণ্ঠ ডেস্ক   ৪ এপ্রিল, ২০১৮

Monir Hossan:
This is the bad effect of global warming and climate change. The world should be aware about the bad effects of environmental pollution and global warming.

Tanvir Ahmed Chowdhury:
Alarming.........

Navigation

[0] Message Index

Go to full version