Health Tips > Cancer
Cancer test by urine
(1/1)
rumman:
ক্যান্সার শনাক্তে সাধারণত রক্ত কিংবা আক্রান্ত কোষ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। এ অবস্থায় জাপানের এক দল গবেষক দাবি করেছেন, তাঁরা বিশ্বে প্রথমবারের মতো প্রস্রাব পরীক্ষা করে ক্যান্সার নির্ণয়ের পন্থা উদ্ভাবন করেছেন।
গবেষকদের দাবি, কেউ ক্যান্সারে আক্রান্ত কি না, তা মূত্রের নমুনা পরীক্ষা করেই বলে দেওয়া যাবে। আর এ জন্য একটি কিট উদ্ভাবন করেছেন তাঁরা।
জাপানি প্রতিষ্ঠান হিতাচির ওই গবেষকরা জানান, প্রায় দুই বছর আগেই অবশ্য তাঁরা এ যন্ত্র বানিয়েছেন। তাঁদের দাবি, এ ধরনের কিট বিশ্বে এই প্রথম। আর বিশেষ তাপমাত্রায় এটি ব্রেস্ট ও কোলন ক্যান্সার নির্ভুলভাবে নির্ণয় করতে সক্ষম।
তবে সাধারণ তাপমাত্রায় এ কিট আদৌ প্রস্রাব বিশ্লেষণ করতে সক্ষম কি না, এখন তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
হিতাচি জানিয়েছে, সাধারণ তাপমাত্রায় ২৫০ জনের মূত্রের নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর ফলাফল বিশ্লেষণ করেই তারা এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
এই কিট বাজারে এলে ক্যান্সার নির্ণয় অনেকটাই সহজ হয়ে যাবে বলে আশাবাদী হিতাচি। প্রতিষ্ঠানটির মুখপাত্র চিহারু ওদাইরা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ব্যবহারিকভাবে সফলতা মিললে মানুষজন খুব সহজেই ক্যান্সার নির্ণয় করতে পারবে। এ জন্য তাদের আর হাসপাতালে দৌঁড়াতে হবে না।’ সূত্র : এই সময়।
Source: কালের কণ্ঠ ডেস্ক ২০ এপ্রিল, ২০১৮
Anuz:
Good Innovation
Navigation
[0] Message Index
Go to full version