Religion & Belief (Alor Pothay) > Islam
#দান করার উপকারীতাঃ-
(1/1)
arifsheikh:
১)সম্পদকে পরিশুদ্ধ করে ।
২)মানুষের পাপ মুছে দেয় ।
৩)বিপাদ আপাদ এবং অসুস্থতা থেকে দূরে রাখে ।
৪)আনন্দ বয়ে আনে গরিবের মাঝে ।
৫)সম্পদের বরকত এবং রিযিকের প্রাচুর্যতা বৃদ্ধি করে ।
৬)কিয়ামতের দিনে ছায়া হিসেবে কাজ করবে দানকারীর জন্য ।
৭)আমলের হিসাব নিকাশ আল্লাহ সহজ করে দিবে ।
৮)আমলের পাল্লা ভারী করবে ।
৯)গোপনে করা দান আল্লাহর রাগকে প্রশমিত করে ।
১০)আল্লাহ জান্নাতে মর্যদা বাড়িয়ে দিবে ।
#আল্লাহ যেন আমাদেরকে বেশিবেশি দান করার তাওফিক দান করে ।
Ms Jebun Naher Sikta:
nice..thanks
Navigation
[0] Message Index
Go to full version