IT Help Desk > Mobile Commerce (Opportunity Through Mobile)

সেমিকন্ডাক্টর খাতের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে চীন

(1/1)

nafees_research:
সেমিকন্ডাক্টর খাতের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে চীন

চীন স্থানীয় চিপ শিল্পের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই দেশটি সেমিকন্ডাক্টর খাতে শক্তিশালী অবস্থান দখলের লক্ষ্যে তত্পরতা শুরু করেছে। খবর রয়টার্স।

সম্প্রতি চীন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা চিপ শিল্পের উন্নয়ন সম্পর্কিত এক আলোচনায় অংশ নিয়েছিলেন। এ শিল্পের উন্নয়ন কীভাবে ত্বরান্বিত করা যায়, আলোচনায় সে বিষয়টি স্থান পায়।

কয়েকদিন আগে মার্কিন প্রশাসন চীনা প্রযুক্তি কোম্পানি জেডটিই করপোরেশনের কাছে সব ধরনের যন্ত্রাংশ ও সফটওয়্যার বিক্রয়ে সাত বছরের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে। জেডটিইসহ অনেক চীনা প্রতিষ্ঠান চিপের জন্য মার্কিন কোম্পানির ওপর নির্ভরশীল। তাই এ নির্ভশীলতা কমিয়ে নিজস্ব চিপের ব্যবহার বাড়াতে উদ্যোগ নিয়েছে। চীন ২০২৫ সালের মধ্যেই বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতে শক্তিশালী স্থান দখলের পরিকল্পনা নিয়েছে। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপের কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে চায় দেশটি।

Source: http://bonikbarta.net/bangla/news/2018-04-23/155508/%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%9F%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8/

Navigation

[0] Message Index

Go to full version