Religion & Belief (Alor Pothay) > Hadith

রাসুলুল্লা্হ স. এর সংক্ষিপ্ত জীবনী

(1/1)

Md. shahdul Islam:
জন্ম                   সোমবার,১২ রবিউল আউয়াল, ৮ জুন ৫৭০ খ্রীষ্টাব্দ
১-৫ বছর             ধাত্রী মা হযরত হালিমার ঘরে অবস্থান
৬ষ্ঠ বছর             মা হারা শিশু বালক
৬-৭ বছর            দাদা আব্দুল মোত্তালিবের নিকট
৮-২৫ বছর          চাচা অাবু তালিবের নিকট
২৫তম বছর          বিবি খাদিজার সাথে বিবাহ বন্ধন
নবুয়াত লাভ          ১৭ রমজান, ১লা ফেব্রুয়ারী, ৬১০ খ্রীষ্টাব্দ
মক্কায় অবস্থান       নবুয়াতের পর প্রথম ১৩ বছর এক আল্লাহ ও সৎ জীবন যাপনের জন্য অাহ্বান
পুত্রগণ                  কাসিম, আবদুল্লাহ, ইবরাহিম
কন্যাগণ                জয়নব, রুকাইয়াহ, উম্মে কুলসুম, ফাতিমা
হিযরত                  ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন 

Navigation

[0] Message Index

Go to full version