Educational > You need to know
Some important information about earth-quake
(1/1)
farzanamili:
বিশ্বের প্রতি পাঁচটি ভূমিকম্পের মধ্যে চারটি সংঘটিত হয় প্রশান্ত মহাসাগরের তীরবর্তী এলাকাগুলোতে। এলাকাটিকে ডাকা হয় প্যাসিফিক রিং অব ফায়ার নামে।
এযাবৎ সবচেয়ে বড়মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল ১৯৬০ সালের ২২ মে চিলিতে। এতে প্রায় ছয় হাজার মানুষ হতাহত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৯ দশমিক ৫।
অনুমান করা হয়, প্রতিবছর প্রায় পাঁচ লাখ শনাক্তযোগ্য ভূমিকম্প সংঘটিত হয়। এর মধ্যে প্রায় এক লাখ অনুভব করা যায় এবং অন্তত ১০০টি মানুষের ক্ষতির কারণ হয়।
বেশির ভাগ ভূমিকম্প সংঘটিত হয় ভূপৃষ্ঠের ৮০ কিলোমিটার গভীর এলাকার মধ্যে।
সর্বপ্রথম খ্রিষ্টপূর্ব ১৮৩১ সালে চীনের শেংডং প্রদেশে ভূমিকম্প রেকর্ড করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ তথ্যসহ ভূমিকম্প রেকর্ড করা হয় খ্রিষ্টপূর্ব ৭৮০ সালে জু শাসনামলে।
ভূমিকম্পের প্রকৃত কারণ সর্বপ্রথম ব্যাখ্যা করেন ব্রিটিশ প্রকৌশলী জন মিশেল, ১৭৬০ সালে।
ভূ-অভ্যন্তরের টেকটোনিক প্লেটগুলোর পারস্পরিক ঘর্ষণের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়।
Source: www.Prothom-alo.com
goodboy:
Thank you so much...MAm :), just for providing such a nice & extraordinary post!! It's really appreciable.
Please mam, provide us more with these kind of info's!!
Navigation
[0] Message Index
Go to full version