Faculty of Humanities and Social Science > English
One moral Story for the safety of women in our country
(1/1)
sushmita:
একটি মেয়ে কলেজ থেকে বিকেলে টিউশন পড়ে বাড়ি ফিরছিল, স্টেশনে এসে বুঝলো সে 8:30 টার ট্রেন টা মিস করেছে। পরবর্তী ট্রেন 9:10 । অর্থাৎ বাড়ি ফিরতে দেরী হবে।
প্রথমবার এরকম হল।
আর পাঁচ মিনিট আগে আসলে হয়তো ট্রেনটা পেয়ে যেত। যাই হোক পরের ট্রেন ধরলো।
স্টেশনে নেমে মেয়েটি সোজা অটো স্ট্যান্ড পৌছল।। ঘড়ির কাঁটা জানিয়ে দিল যে সে রাত 10 টায় পৌছিয়েছে। চারিদিকে একটু নিস্তব্ধ।
ওখানে একটি ছেলে দাঁড়িয়েছিলো,
ভয়ে মেয়েটির হৃদস্পন্দন বাসায় ঘুমিয়ে থাকা কাক পক্ষিরাও টের পাচ্ছিল ।
আড় চোখে দেখল ছেলেটি তাকে লক্ষ্য করেছে। উহঃ, 10 মিনিট হল অটোর কোন দেখা নেই।
যা ভেবেছিল সেটাই হল। ছেলেটি তার দিকে এগিয়ে আসছে ।
পরবর্তী সেই ভয়ংকর পরিনতির কথা ভেবে সে আর তাকাতে পারছিল না।
ছেলেটির কন্ঠস্বরে তার চোখ খুলল - "বোন তুমি সুযোগ নও, তুমি আমার দায়িত্ব ।"
আর যতক্ষণ না তুমি কোন গাড়ী পাচ্ছো
আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না
Don't worry.
এক অটোচালক যাচ্ছিল।
মেয়েটিকে একলা একটা ছেলের সাথে
দেখে তৎক্ষণাৎ অটো থামিয়ে জিজ্ঞেস করে
- কোথায় যাবেন ম্যাডাম ??
--আসুন
মেয়েটি অটোতে বসে পড়লো।
রাস্তায় অটোচালক বলল -
"তুমি আমার মেয়ের মতো ।"
"এতো রাতে তোমায় একা দেখে অটো দাঁড় করালাম।
আজকাল সময় খুব খারাপ।
"কেউ বোঝেনা যে একলা মেয়ে মানে সুযোগ নয়,,,,,, দায়িত্ব।"
মেয়েটি যেখানে থাকত
সেই এরিয়া চলে এসেছে।
মেয়েটি অটো থেকে নেমে পড়লে
অটোচালক চলে যায়।
কিন্তু এখনও মেয়েটিকে
দুটো অন্ধকার গলি দিয়ে যেতে হবে ।
তখন একজন সাইকেল চালিয়ে যাচ্ছিল ।
মনে হয় সেও কাজ
সেরে বাড়ী ফিরছে।
মেয়েটিকে একলা দেখে বলল - " এসো! আমি তোমায় ঘর পর্যন্ত ছেড়ে দিচ্ছি "
একটি টর্চ নিয়ে
অন্ধকার গলি তে মেয়েটির সাথে চলতে থাকল।
মেয়েটি ঘরে পৌছাল।
আজ কারো মেয়ে,
বোন সুরক্ষিত
ভাবে ঘরে পৌছোল ।
আজ আমার বাংলাদেশ এখনও
খুজে চলেছে এরকম *তিন জন মানুষ* -
1.) সেই ছেলেটি যে অটো স্ট্যান্ডে মেয়েটির সাথে ছিল।
2.)সেই অটোচালক ।
আর,
3.) সেই সাইকেল চালক।
*যে দিন এই তিন*
*জনকে পাওয়া যাবে ।*
সে দিন আমার বাংলাদেশে
রেপ হওয়া বন্ধ হয়ে যাবে।
*তখনি হবে সোনালী দিন।*
* সচ্ছ নিরাপদ রাত।*
ইচ্ছে হলে শেয়ার করো।।
জোর করবো না।
🙏🏼🙏🏼🙏🏼🙏🏻 (Collected)
irina:
Like it.
Afroza Akhter Tina:
Nice Ma'am.. :)
Afroza Akhter Tina
Senior Lecturer
Department of English, DIU
Raisa:
nice one
parvez.te:
Interesting...
Navigation
[0] Message Index
Go to full version