Faculty of Science and Information Technology > Environmental Science and Disaster Management
পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় এআই কাজে লাগাতে চায় মাইক্রোসফট
(1/1)
nafees_research:
পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় এআই কাজে লাগাতে চায় মাইক্রোসফট
জলবায়ুর পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) কাজে লাগাতে চায় মাইক্রোসফট। এ ধরনের কাজের সঙ্গে সংশ্লিষ্টদের হাতে এআই প্রযুক্তি পৌঁছাতে ৫ কোটি ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। ‘এআই ফর আর্থ প্রোগ্রাম’-এর আওতায় এ অর্থ আগামী পাঁচ বছরে ব্যয় করা হবে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
মাইক্রোসফট ছয় মাস আগে ‘এআই ফর আর্থ প্রোগ্রাম’ চালু করেছিল। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগানোর লক্ষ্য নির্ধারণ করে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে ৫ কোটি ডলার লগ্নি করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের প্রেসিডেন্ট ও প্রধান আইন কর্মকর্তা ব্র্যাড স্মিথ এক ব্লগ পোস্টে জানান, আমরা বিশ্বাস করি কৃত্রিম বুদ্ধিমত্তা গেম চেঞ্জার হবে। বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার গণতন্ত্রায়নে কাজ করছি। যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন ফিচার ও সক্ষমতা কাজে লাগিয়ে ব্যক্তি বা প্রতিষ্ঠান পৃথিবীর উন্নয়নে রিয়েল টাইম আউটপুট বা ফলাফল পেতে পারে। মাইক্রোসফট প্যারিস জলবায়ু চুক্তির দ্বিতীয় বার্ষিকীর আগ মুহূর্তে এ ঘোষণা দিল।
বিশ্লেষকদের তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পৃথিবীর প্রাকৃতিক সিস্টেমের ওপর পর্যবেক্ষণ, গঠন ও ব্যবস্থাপনার বিষয় সহজ হয়ে উঠতে পারে। এছাড়া এর মাধ্যমে বায়ু, পানি, ভূমি ও বন্য প্রাণীর স্বাস্থ্য তথ্য পাওয়া ও বিশ্লেষণ করা সহজ হতে পারে।
ব্র্যাড স্মিথ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রকৃতিক পরিবেশের ওপর পর্যালোচনা চালানো সহজ করবে। এর সহায়তায় প্রাকৃতিক পরিবেশ কতটা দ্রুত পরিবর্তন হচ্ছে, এ সংক্রান্ত ডাটা গুরুত্বপূর্ণ তথ্যে রূপান্তর করা সহজ হবে ও এসব তথ্য প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
মাইক্রোসফটের তথ্যমতে, ‘এআই ফর আর্থ প্রোগ্রাম’ পরিবেশবাদীদের জন্য সহায়ক হবে। বিশেষ করে প্রযুক্তি ব্যবহার করে যারা জলবায়ু পরিবর্তনের সঠিক সমাধান দিতে কাজ করছেন তাদের জন্য।
Source: http://bonikbarta.net/bangla/news/2017-12-14/141408/%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%97%E0%A6%A4-%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%8F%E0%A6%86%E0%A6%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B8%E0%A6%AB%E0%A6%9F/
Monir Hossan:
এ ধরনের উদ্যোগের জন্য মাইক্রোসফট প্রশংসার দাবীদার।
Navigation
[0] Message Index
Go to full version