IT Help Desk > Telecom Forum
Mobile এ নামাজের সময় জানার জন্য প্রয়োজনীয় একটি স
Sultan Mahmud Sujon:
mobile এ নামাজের সময় জানার জন্য এটি একটি চমৎকার সফটওয়্যার। Java support যুক্ত যে কোন mobile এ এটি সুন্দরভাবে কাজ করে। আমি ব্যাক্তিগতভাবে এটি Nokia 3110c থেকে শুরু করে N সিরিজ আর Symphony র Java যুক্ত সেটগুলোতেও ব্যবহার করেছি। আর এ সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি!!!। (বর্তমানে এটি যে কোন mobile ডিভাইসেই কাজ করে)
এ সফটওয়্যারটি আলাদাভাবে ফজরের ওয়াক্ত শুরুর সময় দেখায়, যে কারনে এর মাধ্যমে সেহরির শেষ সময়ও জানতে পারা যায়।
এ সফটওয়্যারটির নাম Prayertimes, প্রস্তুতকারক guidedways.com। আমি তদেরকে এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনারাও এটি ব্যবহার করে দেখতে পারেন। নিচের লিঙ্ক থেকে আপনার mobile এর জন্য নির্দিষ্ট version ডাউনলোড করে নিতে পারবেন।
http://www.guidedways.com/mobile/prayertimes/download.php
প্রথমে এটি PC তে download করে mobile এ copy করতে হবে, এরপর mobile থেকেই এটাকে install করে নিতে হবে। install হবার পরে প্রথমে আপনাকে মহাদেশ, দেশ এবং শহর নির্দিষ্ট করে নিতে হবে।
বাংলাদেশের নামাজের ওয়াক্ত এর সাথে সমম্বয় করার জন্য নিচের নিয়ম অনুসরণ করুন।
প্রথমে Option থেকে Settings এ যেয়ে সেখান থেকে prayer method>Select এ যান, এখান থেকে "University of Islamic Sciences, Karachi" নির্বাচন করে Save দিন, দেখবেন আসরের সময় ছাড়া বাকি সব মিলে যাবে। আসরের নামাজের সময়টি এখানে চার মাজহাবের তিন মাজহাব (শাফেয়ী, মালেকী, হাম্বলী) ও সাহীহ হাদিসের সাথে মিল রেখে default করা হয়েছে, তবে আপনি যদি হানাফী মাজহাব অনুযায়ী আসরের ওয়াক্ত পেতে চান তাহলে Option>Settings থেকে Asr Method>Select এ যেয়ে "Hanafi" নির্বাচন করে Save দিন, এখন দেখুন আসরের সময়ও বাংলাদেশের সময় অনুযায়ী ঠিক হয়ে গেছে।
যারা Java Option যুক্ত New Brand Mobile যেমন Symphony, Sprint, Maximus ইত্যাদি ব্যবহার করেন, তারা prayertimes এর Nokia 3110C Version টি ডাউনলোড করবেন। সাধারনত Java Program এ দুটি ফাইল থাকে, একটি .jar ও অপরটি .jad এক্সটেন্সান যুক্ত। এক্ষেত্রে আপনাকে দুটি ফাইলই মোবাইল এ Copy করে তারপর install দিতে হবে।
আশা করি সফটওয়্যারটি আপনাদের কাজে লাগবে।
sumon_acce:
Thank you Sujon for the link.
M Z Karim:
Thank you Sujan.
Anisur Rahman:
Thanks sujan!
Sultan Mahmud Sujon:
thank u sir
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version