Religion & Belief (Alor Pothay) > Allah: My belief

বাংলা কুরআন তেলাওয়াত

(1/1)

Sultan Mahmud Sujon:
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে  কোরআন শরিফ-এর বাংলা আনুবাদ সহ একটা সফটওয়্যার শেয়ার করছি।আশা করি সবার ভাল লাগবে।

“তোমরা আমাকে ডাক

আমি তোমাদের ডাকে সাড়া দেব ”

আমরা কম্পিউটার এ বসে কিনা করি, কিন্ত একটু কি টাইম থাকে না আমাদের আল্লাহ নাম মুখে নেওয়ার। আবার অনেক এ ইসলামিক কিছু দেখলে এরিয়ে যায় ।

কিন্ত মনে রাখবেন,কাল হাশরের দিন ,আপনার জন্য কেউ সুপারিশ করবে না ,কিন্ত আল-কুরান আপনার জন্য আল্লাহ্‌র কাছে আনুরধ করবে । আমরা অনেক এ কুরআন পড়তে জানি না ,কিন্ত অনেক-এ বাংলা অথবা ইংলিশ তো পড়তে জানি, তাই আপনার জন্য আমার এই মহামূল্য জিনিস ।

এটি একটা সফটওয়্যার ,যার নাম হচ্ছে বাংলা কুরআন । সাইজ হচ্ছে মাত্র ১.৭৫ এমবি .

ডাউনলোড লিঙ্কঃ এখানে http://www.ziddu.com/download/15610258/Bangla_QuRan.rar.html

Navigation

[0] Message Index

Go to full version