IT Help Desk > Use of PC

ছবি+ফাইল……!!!!!!!

(1/1)

Sultan Mahmud Sujon:
ছবি+ফাইল……!!!!!!!
শিরোনাম দেখে অনেকেই ভাবছেন এটা কেমন শিরোনাম? শিরোনামটা মিথ্যা নয় সত্যি।
এখন থেকে আপনার দরকারি ফাইল একটি ছবির (ইমেজ) মধ্যে লুকিয়ে রাখতে পারেন।এইজন্য আপনি সফটওয়্যার(উইনজিপ,সেভেনজিপ)ব্যবহার করতে হবে।দরকারি ফাইলগুলোকে জিপ (zip/rar যেকোন ফরম্যাটে) করতে হবে।মনে করুন আপনার জিপ করা ফাইলের নাম zico.zip এবং যে ছবির সাথে যুক্ত করবেন সেই ইমেজ ফাইলের নাম zico1.jpg (অন্য ফরম্যাটের ইমেজ হলেও হবে)।এখন ফাইল দুটি যেকোনো ড্রাইভ এ রাখুন।এবার কমান্ড(রানে গিয়ে cmd লিখে ওকে করলেই হবে)খুলুন এবং সেই ড্রাইভ এ ঢুকুন।এবার copy /b zico1.jpg + zico.zip zico2.jpg লিখে এন্টার করলে একই ফোল্ডারে new.jpg নামে নতুন একটি ইমেজ ফাইল তৈরী হবে। আপনি যদি উক্ত ইমেজ ফাইলটি খুলে দেখেন তাহলে দেখতে পাবেন zico1.jpg এর ছবিটি দেখা যাচ্ছে কিন্তু আপনি কোন ভাবেই zico.zip ফাইল বা জিপ ফাইলের ভিতরের কোন তথ্য/ফাইল দেখতে পাবেন না। স্বাভাবিক ভাবে আপনার এই zico2.jpg ছবিটি অন্য দেখে কেউ ভাবতে পারবে না এর মাঝে কোন ফাইল আছে বা থাকতে পারে।এরপরে উক্ত ফাইলটি পেতে হলে zico2.jpg ফাইলটি যে কোন আর্কাইভ (উইনজিপ/সেভেনজিপ) থেকে আনজিপ করলেই হবে।

Navigation

[0] Message Index

Go to full version