Religion & Belief (Alor Pothay) > Namaj/Salat
সকল গুনাহের জন্য কাফফারা
(1/1)
abbas:
হযরত আবু হুরইরহ রদিয়াল্লহু আ’নহু (أبىْ هريْرة رضى الله عنْه) হইতে বর্ণিত আছে যে, রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম এরশাদ করিয়াছেন, পাঁচ ওয়াক্ত নামায ও জুমুআ’র নামায বিগত জুমুআ’র নামায পর্যন্ত এবং রমযানের রোযা বিগত রমাদন পর্যন্ত মধ্যবর্তী সকল গুনাহের জন্য কাফফারা হইবে। যদি এই আ’মালসমূহ পালনকারী কবীরা গুনাহ হইতে বাঁচিয়া থাকে । (মুসলিম)
Navigation
[0] Message Index
Go to full version