Outsourcing > WhatsApp
হোয়াটসঅ্যাপে আসছে গ্রুপ ভিডিও কলিং ফিচার
(1/1)
nafees_research:
হোয়াটসঅ্যাপে আসছে গ্রুপ ভিডিও কলিং ফিচার
ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে গ্রুপ ভিডিও কলিং ফিচার আনার ঘোষণা দিয়েছে অ্যাপটির মূল প্রতিষ্ঠান ফেসবুক। ক্যালিফোর্নিয়ার স্যান জোসেতে অনুষ্ঠিত এফ৮ ডেভেলপার সম্মেলনে এ ঘোষণা দিয়েছে সোস্যাল মিডিয়া জায়ান্টটি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
বর্তমানে হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কলিং ফিচার চালু রয়েছে। এসব ফিচার ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তাও পেয়েছে। তবে গ্রুপ ভিডিও কলিং ফিচারটি আরো বেশিসংখ্যক ব্যবহারকারীকে আকৃষ্ট করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর ফলে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী বাড়বে। তবে কবে নাগাদ নতুন ফিচারটি চালু করা সম্ভব হবে, সে বিষয়টি নিশ্চিত করেনি ফেসবুক। গ্রুপ ভিডিও কল কিভাবে কাজ করবে, তা বিস্তারিত জানানো হয়নি। তবে মঞ্চে দেখানো এক ভিডিওতে দেখা গেছে, গ্রুপ ভিডিও কলে একসঙ্গে চারজন অংশ নিতে পারবেন।
গত ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপে নতুন একটি ফিচার দেখা গেছে, যা দ্বারা তিনজন ব্যক্তি একসঙ্গে গ্রুপ কলে অংশ নিতে পারতেন। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই নতুন ফিচারটি আনা হবে।
বর্তমানে বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপের মাসিক ব্যবহারকারী ১৫০ কোটি ছাড়িয়ে গেছে। তবে ৪৫ কোটির বেশি দৈনিক সক্রিয় গ্রাহক রয়েছে প্লাটফর্মটির। প্রতিদিন ২০০ কোটি মিনিটের বেশি ভিডিও ও অডিও কল করা হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
Source: http://bonikbarta.net/bangla/news/2018-05-04/156548/%E0%A6%B9%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%B8%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AA-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0/
Raisa:
good post
Navigation
[0] Message Index
Go to full version