Faculty of Allied Health Sciences > Nutrition and Food Engineering

রক্ত পরিষ্কার করে মাছের ডিম

(1/1)

Enamul Huq:
মাছের ডিম দারুণ সুস্বাদু একটি খাবার। খাবার হিসেবে মাছের ডিমের খাবার যেমন মুখরোচক তেমনি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী।  তবে মাছের ডিমের কিছু গুনাগুণ রয়েছে যা আমাদের অনেকের কাছেই অজানা।

১.অ্যালঝাইমারের রোগীরাও মাছের ডিম খেতে পারেন, উপকার পাবেন। অ্যালঝাইমারটা আসলে স্মৃতিভ্রষ্ট হওয়া। এই সমস্যায় মাছের ডিম ভালো কাজে দিবে।

২. উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হল এমন একটি রোগ যখন কোন ব্যক্তির রক্তের চাপ সব সময় স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বে থাকে। প্রায় ৯০–৯৫% ভাগ লোক উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগে থাকেন এবং এই রোগীদের জন্যও মাছের ডিম অত্যন্ত উপকারী খাবার।

৩. মাছের ডিম খেলে হাড়ও শক্ত হয়।

৪. মাছের ডিমের মধ্যে থাকে ভিটামিন ডি। যা দাঁত ভাল রাখে।

৫. তাছাড়া মাছের ডিম খেলে রক্ত পরিষ্কার হয় এবং হিমোগ্লোবিন বাড়ে। ফলে অ্যানিমিয়া থেকে রেহাই পাওয়া যায়।

৬. মাছের ডিমে ভিটামিন এ থাকার ফলে চোখ ভাল থাকে।

বিডি প্রতিদিন/৭ মে ২০১৮/ওয়াসিফ
http://www.bd-pratidin.com/life/2018/05/07/328280

fatemayeasmin:
Informative Post

imran986:
I love to eat  :-* :-*

deanoffice-fahs:
Nice to know.....

Navigation

[0] Message Index

Go to full version