IT Help Desk > Use of PC
আপনার কম্পিউটার কি বন্ধ হতে বেশী সময় নেয়? সম&
(1/1)
Sultan Mahmud Sujon:
আপনার কম্পিউটার কি বন্ধ হতে বেশী সময় নেয়? সমাধান করুন।
পোষ্টটির সূত্র: Computer Repairing and Troubleshooting Guides
আসলে এ সমস্যার কারন হলো – উইন্ডোজ কাজ করার সময় অনেক টেম্পরারি পেজ বানায় যার কিছুটা আবার ও নিজে নিজেই বন্ধ হওয়ার সময় মুছে দেয়। এজন্য বেশি সময় নেয়। আপনি চাইলে এটা করা থেকে পিসি কে বিরত রাখতে পারেন।
“Start†এ ক্লিক করুন। “Run†এ যান। regedit লিখুন এবং এন্টার দিন। Registry Editor খুলবে। ওখান থেকে HKEY_LOCAL_MACHINE এ যান। ডাবল ক্লিক করুন। আগের মতোই ডাবল ক্লিক করে সব আইটেম খুলবেন। SYSTEM এ ক্লিক করুন। Control থেকে Session Manager এ যান এবং Memory Management মেনুটি খুজে বের করুন। ClearPageAtShutdown যান এবং ClearPageAtShutdown ভ্যালুটি ০ ( শূন্য ) করে দিন।
রিস্টার্ট করুন ।
Current controle set পরে Control হবে । একটু ঠিক করে দিন । না হলে অনেকেই ঠিকমত কাজটি করতে পারবে না । ধন্যবাদ
Arif:
useful post...thanks
sethy:
Important post.
Sultan Mahmud Sujon:
:)
Navigation
[0] Message Index
Go to full version