IT Help Desk > Use of PC
Start Menu -র গতি বাড়ান !
(1/1)
Sultan Mahmud Sujon:
Start Menu -র গতি বাড়ান !
আমার এই ক্ষুদ্র টিউনটি হইতো সকলের কাজে নাও আসতে পারে। কিন্তু বিভিন্ন ধরণের অনাকাঙ্খিত কারণে যদি কারো এর গতি কমে যায় তাহলে তাদের জন্য আমার এই ছোট্ট টিউনটি। বিষয়টি হইতো অনেকের- ই জানা থাকতে পারে। তারপরো জানা জানেন না তাদের জন্য আমার এই টিউন।
নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন:
• রান কমান্ডের সাহয্যে regedit (Regedit.exe).-এ জান। এর জন্য আপনি রান কমানে regedit লিখে এন্টার করতে পারেন অথবা সিসটেম ফাইল থেকে Regedit.exe তে ডাবল ক্লিক করুন।
• নিচের ঠিকানায় যান HKEY_CURRENT_USER/Control Panel/Desktop/ অর্র্থৱ প্রথমে HKEY_CURRENT_USER তে যান তারপর Control Panel তে এবং Desktop এ যান।
• “MenuShowDelay†এর Value ০ করুন।
• রিস্ট্রাট দিন।
এছাড়াও সহজেই Menu shadow বন্ধ করে Start Menu এর গতি বৃদ্ধি করতে পারে।
• ডেক্সটপের যেকোন জায়গায় রাইট ক্লিক করুন।
• Properties যান।
• Appearance tab এ ক্লিক করুন।
• Effects button -এ ক্লিক করুন।
• Show shadows under menus আনচেক করুন।
সবাইকে ধন্যবাদ। কমেন্ট করবেন।
Navigation
[0] Message Index
Go to full version