Fair and Events > Textile science, events, trade and issues
দুধ থেকে কাপড়
Md. Fouad Hossain Sarker:
জার্মানির হ্যানোফারের এক তরুণ ফ্যাশন ডিজাইনার বাড়ির ফ্রিজে সংরক্ষিত দুধ থেকেই কাপড় তৈরি করেছেন। দুধের মধ্যে থাকা প্রোটিনসমূহ ঘনীভূত করে তৈরি করা ‘কিউ মিলচ’ নামের এ কাপড়টি কোনো রাসায়নিক ছাড়াই মানুষের হাতে তৈরি বিশ্বের প্রথম কাপড়। কিউ মিলচের উদ্ভাবক ২৮ বছর বয়সী আঙ্কে ডমাস্ক বলেন, এটা রেশমের মতো নরম ও কোনো গন্ধ নেই। এটা অন্য যে কোনো কাপড়ের মত ধোয়াও যাবে। তিনি বলেন, প্রাকৃতিক উপাদান থেকে তৈরি কিউ মিলচ শুধু পরিবেশবান্ধবই নয়, এর স্বাস্থ্যগত উপকারিতাও রয়েছে। প্রেটিনে থাকা অ্যামিনো এসিড ব্যাকটেরিয়া নিরোধক, বার্ধক্য নিরোধক এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও রক্ত সঞ্চালনে সাহায্য করে। ডমাস্কের ফ্যাশন হাউজ ম্যাডমোসেল চিচি (এমসিসি) কিউ মিলচ উত্পাদন শুরু করেছে বলে জানান তিনি। এমসিসি’র বর্তমান পোশাকগুলো বিভিন্ন ধরনের তন্তুর সমন্বয়ে তৈরি কাপড় দিয়ে বানানো হয়। তবে এর কিছু পোশাক সম্পূর্ণ দুধ থেকে তৈরি কাপড় দিয়ে বানানোর পরিকল্পনা করছেন ডমাস্ক। দুধ থেকে তৈরি তন্তু নতুন নয়, ১৯৩০’র দশক থেকেই দুধ থেকে তন্তু উত্পাদিত হতো। তবে সেগুলো তৈরি হতো বিভিন্ন রাসায়নিক ব্যবহারের মাধ্যমে। কিউ মিলচ সম্পূর্ণ দুধ থেকেই তৈরি হয়।
rubel:
New Knowledge. Thanks
mominur:
Great invention. Thanks Foad Sir for informing us about a such tremendous invention.
sonia_tex:
Really an innovative idea.Thanks Fuad Sir for sharing this exceptional idea.Students of this field can gather more knowledge to contribute in our country.
Asad:
Thank you sir for giving such sorts of information to us, which will really help us to do something.
:)
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version