Religion & Belief (Alor Pothay) > Namaj/Salat
মসজিদের ভেতর /বরান্দায় পত্রিকা পড়া জায়েজ হবে কি?
(1/1)
abbas:
রশ্ন : আমরা দেখি অনেকেই মদজিদের ভেতরে/বরান্দায় বসে পত্রিকা পড়ে থাকেন, মসজিদের ভেতর পত্রিকা পড়া জায়েজ হবে কি?
উত্তর: পত্রিকায় অনেক নারী-পুরুষের ছবি থাকে এ জাতীয় পত্রিকা মসজিদে ঢুকানো মারাত্মক গোনাহ। তবে প্রাণীর ছবিহীন দ্বীনী পত্রিকা মসজিদে পড়া জায়েজ। অবশ্য মসজিদের বারান্দা ও ছাদ মসজিদের হুকুমে।
সূত্র: রদ্দুল মুহতার: ১/৬৬০
Navigation
[0] Message Index
Go to full version