IT Help Desk > ICT
দেশের ১০ ডাটা সেন্টার আন্তর্জাতিক মান পেতে যাচ্ছে
(1/1)
farzanaSadia:
আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশের দশটি ডাটা সেন্টার। আগামী এক বছরের মধ্যেই এই স্বীকৃতি মিলতে পারে।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ডাটা সেন্টার প্রযুক্তি সম্মেলনের শেষ দিনে এসব কথা জানান আন্তর্জাতিক প্রতিষ্ঠান আপটাইম ইনিস্টিটিউটের দক্ষিণ এশীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক জন ডাফিন।
তিনি বলেন, জাতীয় ডাটা সেন্টারের পাশাপাশি বেসরকারি খাতের বেশ কটি প্রতিষ্ঠান বৈশ্বিক মানসনদের প্রক্রিয়ার মধ্যে আছে।
তিনি আরও বলেন, এ বছরের মধ্যে দুটি প্রতিষ্ঠানের প্রক্রিয়া শেষ হবে। আগামী বছর নাগাদ দশটি প্রতিষ্ঠানকে ‘মান স্বীকৃতি’ দেওয়ার আশা রাখছি।
বাংলাদেশী প্রযুক্তি প্রতিষ্ঠান ডিসি আইকন ও ডাটা সেন্টার প্রফেশনাল সোসাইটি অব বাংলাদেশের যৌথ আয়োজনে দ্বিতীয়বারের মত আয়োজিত সম্মেলনে যোগ দেয় নয় দেশের তথ্য ব্যবস্থাপনা খাতের বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ।
শুক্রবার সম্মেলনটির শেষ দিন ছিল। সম্মেলনে উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনীর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ৫০টি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
Navigation
[0] Message Index
Go to full version