Religion & Belief (Alor Pothay) > Islam
নামাজ
(1/1)
Mrs.Anjuara Khanom:
যে ব্যক্তি নিয়মিত যথাযথভাবে পাঁচ ওয়াক্ত নামায আদায় করবে সে পরকালে পাঁচটি পুরস্কারে ভূষিত হবে। যথা-
১- মৃত্যুর সময় কোন কষ্ট হবে না।
২- কবরে আযাব হবে না।
৩- ডান হাতে আমলনামা লাভ করবে।
৪- বিদ্যুত গতিতে পুলসিরাত পার হয়ে যাবে ও
৫- বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে।
~ বিখ্যাত মুসলিম মনীষী আল্লামা ইবনে হাজার মাক্কী (র.)।
[সূত্র: আশরাফুল হিদায়া, ১: ৩২৯]
বর্তমানে আমাদের সমাজের সর্বশ্রেষ্ঠ অবহেলিত কাজ হচ্ছে নামায। অথচ নামায ব্যতিত জান্নাতের চাবি আমাদের হাতে আসবে না।
আমরা মৃত্যুর কথা ভাবতেও ভয় পাই কিন্তু জাহান্নামকে ভয় পাই না। অথচ জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব কিন্তু মৃত্যু থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।
আমাদের সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুর পরে জাহান্নাম থেকে মুক্তির সর্বপ্রথম ধাপ নামাযের হিসাব।
তাই আসুন, আমরা নামাজের প্রতি মনোযোগী হই এবং পরকালের চলার পথকে গতিশীল করি।
Source: https://robiulislam167.wordpress.com/category/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%
Navigation
[0] Message Index
Go to full version