Faculties and Departments > Faculty Forum
লোকে কী ভাববে তা তাদের ভাবতে দিন
Mizanur Rahman (GED):
আমাদের মানসিক অশান্তির ১টি কারণ মানুষ কী ভাববে, তা ভাবা। অনেক ক্ষেত্রে দেখা যায়, মানুষ আদতে আপনাকে নিয়ে কিছুই ভাবেনি কিন্তু আপনি অনেক কিছু ভেবে বসে আছেন। নিজেকে একটি উদ্বেগহীন জীবনের স্বাদ দিতে হলে ‘লোকে কী ভাববে’ এই ভাবনাকেও মাথা থেকে তাড়িয়ে দিতে হবে। এতে করে আমাদের মনের ওপর যে আলাদা চাপ পড়ে, তা দূর হবে এবং নিজের প্রতি নিজের আস্থা বাড়বে।
murshida:
:)
Nusrat Jahan Bristy:
Thanks
Anuz:
Agreed with You Sir..........
Mousumi Rahaman:
nice
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version