Science & Information Technology > Geography

ভগবান থেকে ভিন্‌গ্রহী, বড় প্রশ্নের ছোট উত্তর

(1/1)

Md. Anwar Hossain:
স্টিফেন হকিং নেই। তাঁর ভাবনাগুলি আছে। সেগুলি নিয়ে তাঁর শেষ বইটি প্রকাশিত হবে আগামী অক্টোবরে। মহাবিশ্বের জন্ম, কৃষ্ণগহ্বর থেকে শুরু করে মহাকাশে উপনিবেশ গড়া, মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধি কিংবা ভিন্‌ গ্রহের প্রাণীদের বোধ, এমনকি ঈশ্বরের অস্তিত্ব— কী থাকছে না তাতে।

তবে নামেই প্রমাণ, থাকবে সব, তবে সবিস্তার নয়। স্টিফেন হকিং এস্টেট বুধবার এই ঘোষণা করেছে। বইটির নাম, ‘ব্রিফ অ্যানসারস টু বিগ কোয়েশ্চেনস’। চারটি প্রশ্নে ভাগ করা হচ্ছে বিষয়বস্তু। এখানে কেন আমরা? আমরা কি বেঁচে থাকব?

প্রযুক্তি আমাদের রক্ষা করবে নাকি ধ্বংস? আমরা কি উন্নতি করব? বইটি নিয়ে আলোচনা শুরু হয়েছিল গত মার্চে। স্টিফেনের মেয়ে লুসি বলেছেন, ‘‘বাবার সারা জীবনেই ভাব বিনিময়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাঁর সব ভাবনা, রসিকতা, তত্ত্ব ও লেখাগুলি এক জায়গায় আনা হচ্ছে। এটা তাঁর উত্তরাধিকারেরই অঙ্গ।’’

Navigation

[0] Message Index

Go to full version