IT Help Desk > ICT
বাংলা ভাষায় প্রথম থ্রিডি ড্রয়িং বই
(1/1)
mominur:
বাংলা ভাষায় প্রথম থ্রিডি ড্রয়িং বই প্রকাশ করেছে বাংলা পাজেল। ২৮ পৃষ্ঠার এ বইয়ে নয়টি প্রাণীর ২৩টি ছবি রয়েছে। নয়টি প্রাণী হলো বাঘ, সিংহ, হাতি, হরিণ, ভালুক, জেব্রা, গরু, ছাগল এবং গন্ডার। প্রাণীগুলোকে থ্রিডিতে দেখার জন্য বাংলা পাজেল ‘3D Drawing Animals’ নামের অগমেন্টেড রিয়েলিটিভিত্তিক একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছে। অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। বইটিতে নয়টি প্রাণীর ২৩টি স্কেচ দেওয়া হয়েছে। সে প্রাণীগুলোর ওপর ইচ্ছেমত রং করে অ্যাপটি ধরলে তাদের থ্রিডি দেখা যাবে। এছাড়া প্রাণীগুলোর বাস্তবিক আকার, তাদের ডাক এবং সেলফি তোলার জন্য ফ্রেম রয়েছে। বইটি বাংলা পাজেলের ফেসবুক পেজে অর্ডার করা যাবে।
বাংলা পাজেলের ফেসবুক ঠিকানা www.facebook.com/banglapuzzle
(Collected)
Abdus Sattar:
ইন্সটল করে দেখলাম ভালোই কাজ করেছে।
Navigation
[0] Message Index
Go to full version