Fair and Events > Science Fair as Regular Event

মঙ্গল গ্রহ নিয়ে নাসার প্রতিযোগিতা

(1/1)

nafees_research:
মঙ্গল গ্রহ নিয়ে নাসার প্রতিযোগিতা
মঙ্গল অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে নাসা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা শেষে শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

মঙ্গল অভিযানের এই রোমাঞ্চকর অভিজ্ঞতার সাথে পৃথিবী নামক গ্রহের মানুষের সম্পৃক্ততা বাড়াতে চায় নাসা।

তারই অংশ হিসেবে এবার নাসা সাধারণ মানুষের কাছে কাল্পনিক কিচ্ছু তথ্য জানতে চায়। এই অভিযানে নভোচারীদের ভ্রমণ অভিজ্ঞতা আসলে কেমন হবে?

আপনার নিজের কল্পনা ২ থেকে ৫ মিনিটের একটি ফিল্ম বা অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরতে পারেন।
পুরুস্কার হিসাবে নগদ অর্থ ছাড়াও রয়েছে ক্যারিয়ারের বিশাল হাতছানি।

কারণ এই প্রতিযোগিতার বিচারক হিসাবে রয়েছে স্টার ওয়ারস, গডজিলা ও মনস্টারের পরিচালক গেরি অ্যাডওয়ার্ডসহ বিখ্যাত সব মানুষজন।

প্রোগ্রাম এ অংশগ্রহণকারী দের আর ও বিস্তারিত দেখানোর জন্য বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর আয়জনে ও স্পেস এপ্স বাংলাদেশ এর সহায়তায় আগামী ৭ জুলাই ঢাকার কৃষিবিদ মিলানায়তন এ দিনব্যাপী ওয়ার্কশপ, সেমিনার, ডিস্কাশন ও বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকবে।

Source: https://www.facebook.com/events/1809029292733504/

fahmidasiddiqa:
good

Navigation

[0] Message Index

Go to full version