Faculties and Departments > Faculty Forum

লংগদু, অনেকের অজানা এক জায়গা

(1/1)

masudur:

একটি পাহাড়ি লঞ্চ টার্মিনাল লংগদু, রাঙামাটি লংগদুর ব্যাপারে আমরা খুব কম লোক জানি। অথচ কাপ্তাই লেকের ভিতর দিয়ে এখানে যাতায়াতের লঞ্চ জার্নিটা সারাজীবন মনে রাখার মত।


কাপ্তাই লেকের মত সুন্দর জায়গা জীবনে খুব কম দেখছি। কি নেই এখানে? দিগন্তজোরা ফসলের মাঠ, পাহাড়, ভ্যা্লী, ভ্যালীর মধ্য দিয়ে আকাবাকা বয়ে যাওয়া খাল । সবকিছু মিলিয়ে এটা অন্য একটা জগত।


যারা সাজেক বেড়াতে যান তারা ফেরার পথে লংগদু বা মাঈনীমুখ দিয়ে কাপ্তাই লেকের মধ্যে দিয়ে রাঙামাটি হয়ে ফিরতে পারেন । সাজেকের চেয়ে অনেক অনেক বেশি আনন্দ পাবেন আশা করি।


যাতায়াতঃ দেশের যে কোনো জায়গা থেকে রাঙামাটি । শহরের রিজার্ভ বাজার ঘাট থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় লঞ্চ ছেড়ে যায় লংগদুর উদ্দেশ্যে। অথবা খাগড়াছড়ি থেকেও যাতায়াত ব্যাবস্থা আছে।
যারা সাজেক থেকে যাবেন তারা দিঘিনালা ত্যহেকে সিওএনজি বা অটোতে করে মেরুন। তারপর সেখান থেকে লংগদু বা মাঈনীমুখের জীপ ছাড়ে। সাজেক থেকে ডিরেক্ট জীপ নিয়েও লংগদু যেতে পারেন

Nusrat Jahan Bristy:
 :)

Mousumi Rahaman:
nice one..

Navigation

[0] Message Index

Go to full version