Science & Information Technology > Latest Technology

ফ্রিল্যান্সারদের জন্য অনলাইনে আয়ের ওপর প্রয়োজনীয় কোর্স

(1/1)

Monir Zaman:
বর্তমানে ফ্রিল্যান্সিং বা অনলাইনে কাজ করতে অনেকেই আগ্রহী। ঘরে বসে এখন অনলাইনে অনেক কিছুই শেখা যায় এবং যাঁরা অনলাইনে কাজে আগ্রহী, তাঁরা নিজে থেকেই বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন। অনলাইনে আয়ের ওপর বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দিতে একটি উদ্যোগ নিয়েছে দেশের কয়েকজন উদ্যোক্তা।

অনলাইনের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আয়ের উপযোগী এসব কোর্স ম্যাটেরিয়ালে রয়েছে ই-বুক, ভিডিও টিউটোরিয়ালসহ নানা দরকারি দিকনির্দেশনা, যা একজন ফ্রিল্যান্সারের জন্য প্রয়োজনীয়। কম খরচে এসব কোর্স ম্যাটেরিয়াল কিনে নিজে থেকেই শেখা যাবে অনলাইনে আয়ের বিভিন্ন পদ্ধতি।

মানিমেকিং কোর্সবিডি ডটকম নামের এই সাইটে অনলাইন আর্নিং-বিষয়ক এক হাজারের বেশি ইন্টারঅ্যাকটিভ কোর্স ম্যাটেরিয়াল আছে, যা মোবাইল বা কম্পিউটার থেকে ব্যবহার করা যাবে।

যাঁরা ঘরে বসে কাজ শিখতে চান বা যাঁরা অনলাইনে আয়ের ক্ষেত্রে নতুন, তাঁদের জন্য এই কোর্সগুলো খুবই কাজে আসবে। বিস্তারিত জানা যাবে https://www.moneymakingcoursebd.com/ সাইট থেকে

Navigation

[0] Message Index

Go to full version