Faculty of Allied Health Sciences > Pharmacy
আত্মবিশ্বাসের সাথে কাজ করার ১২টি সহজ পদ্ধতি
(1/1)
710001757:
আত্মবিশ্বাস – জীবনে সফল হওয়ার অন্যতম প্রধান অনুষঙ্গ। আসলে আত্মবিশ্বাসের সাথে কাজ করার কিংবা আত্মবিশ্বাস অর্জন করার কোনো নির্দিষ্ট নিয়ম কানুন নেই। এটা আমাদের একটা মানসিক অবস্থা। কোনো কাজ করার ক্ষেত্রে, কোনো সিদ্ধান্তে পৌঁছোবার ব্যাপারে আমরা নিজের উপর কতটুকু নির্ভর করি, নিজের শক্তি সামর্থ্য বিবেচনার উপর কতটুকু ভরসা রাখি সেটাই আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস হল আমাদের ভেতরের সেই শক্তি যা আমাদের সাহস যোগায়, ভরসা জাগায়। আসুন তাহলে জেনে নিই কিভাবে নিজের আত্মবিশ্বাস বজায় রেখে আমরা কঠিনতম সমস্যার সমাধান করতে পারি সহজেই :
যে কাজটি ভুল মনে হচ্ছে, সেটি কখনো করবেন না
কোনো কিছু নিজে যেভাবে বুঝেছেন, ঠিক সেভাবেই অন্যকে বলুন
এমন একজন হবেন না, যে শুধু অন্যকে খুশি করে
নিজের সহজাত বুদ্ধির উপর বিশ্বাস রাখুন
নিজের সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকুন
নিজের স্বপ্নকে কখনোই অপূর্ণ রাখবেন না
‘না’ বলতে ভয় পাবেন না
কাউকে কখনো ঠকাবেন না
নিজের পছন্দকে গুরুত্ব দিন
নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন
ভুল তথ্য দেয়া থেকে বিরত থাকুন
নিজেকে ভালোবাসুন
Abdus Sattar:
Good one.
710001757:
Thank you.
Navigation
[0] Message Index
Go to full version