Faculty of Allied Health Sciences > Public Health
Obesity is also good
(1/1)
rumman:
হৃদরোগ কিংবা অকালমৃত্যুর ঝুঁকি বেশি, উদ্যম কম, ডায়াবেটিসের ঝুুঁকি বেশি—স্থূলকায় ব্যক্তিদের এ রকম আরো অনেক সতর্কবার্তা শুনতে হয়। এবার তাদের জন্য একটা ভালো খবর নিয়ে এসেছেন একদল গবেষক। তাঁরা বলছেন, বড় কোনো সংক্রমণের (ইনফেকশন) শিকার হওয়ার পর স্থূলকায় ব্যক্তিদের বাঁচার সম্ভাবনা অন্যদের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি।
গবেষণাটি করেছেন ডেনমার্কের ‘আরহুস ইউনিভার্সিটি হসপিটাল’-এর একদল গবেষক। এর নেতৃত্বে ছিলেন সিগরিদ গ্রিবশল্ট। গবেষণার অংশ হিসেবে দেশটির মধ্যাঞ্চলের ১৮ হাজার রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়। তাদের সবাই তীব্র সংক্রমণের (ইনফেকশন) শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। গবেষকরা জানার চেষ্টা করেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাদের মধ্যে কত শতাংশ রোগী ৯০ দিনের মধ্যে মারা গেছে। এ জন্য সব রোগীকে তিনটি মানদণ্ডে ভাগ করেন তাঁরা। এগুলো হলো স্বাভাবিকের চেয়ে কম ওজন, স্বাভাবিকের চেয়ে বেশি ওজন এবং স্থূলকায় (স্বাভাবিকের চেয়ে মাত্রাতিরিক্ত ওজন বেশি)।
গবেষণায় দেখা গেছে, স্বাভাবিক ওজনের চেয়ে স্থূলকায় ব্যক্তির মৃত্যুর ঝুঁকি প্রায় ৫০ শতাংশ কম। আবার যারা স্থূলকায় নয়; কিন্তু স্বাভাবিকের চেয়ে ওজন বেশি, তাদের মৃত্যুর ঝুঁকি স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে ৪০ শতাংশ কম।
এর কারণ হিসেবে গবেষকরা বলছেন, অতিরিক্ত ওজন সম্ভবত ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সময় শরীরকে সহায়তা করে।
সূত্র : ডেইলি মেইল।
Navigation
[0] Message Index
Go to full version