Faculty of Humanities and Social Science > Law

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কিভাবে ও কোথায়?

(1/1)

shyful:
প্রচলিত আইন গত প্রতিকার চাডাও যে কেউ চাইলেই  কমপ্লইন করতে পারেন ,পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’ এখন থেকে সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘণ্টাই চালু থাকবে।
জনসাধারণ এখন থেকে পুলিশ সদস্যের যেকোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং complain@police.gov.bd ই-মেইলে এ সেলে অভিযোগ করতে পারবেন।

milan:
Thanks for sharing such important information.

Navigation

[0] Message Index

Go to full version