Faculty of Allied Health Sciences > Pharmacy

মানবদেহ - হৃৎপিন্ড

(1/1)

Sultan Mahmud Sujon:
বুকের বাঁ দিকে সারাক্ষণ ধুকপুক করে যে যন্ত্রটি আপনাকে প্রতিক্ষণে আপনার ভেতরের প্রাণের অস্তিত্বের কথা জানিয়ে দেয় তার নাম হৃদপিণ্ড৷ খুব সম্ভবত এটি মানবদেহের সবচেয়ে গুরুত্বপূণᐂঅংশ৷ এই যন্ত্রটি যদি মাত্র দু মিনিটের জন্যও আপনার সঙ্গে বিদ্রোহ করে তবেই সব শেষ৷ তাই মানুষের বাঁ দিকে হৃদপিণ্ড নামের এই যন্ত্রটি আজীবন মানুষের সঙ্গে খেলে যায় জীবন মৃত্যুর গোপন খেলা৷
heart_int.jpg


আমরা যাকে হৃদপিণ্ড বলি তা আসলে একটি পেশিবহুল পাম্প৷ হৃদপিণ্ডের দুই তৃতীয়াংশ থাকে বুকের বাঁ দিকে আর এক তৃতীয়াংশ থাকে বুকের ডান দিকে৷ একজন স্বাভাবিক মানুষের হৃদপিণ্ড গড়ে ১২ সেন্টিমিটার লম্বা এবং ৮ সেন্টিমিটার চওড়া৷ এই যন্ত্রটির গড় ওজন পুরুষের বেলায় ৩০০ গ্রাম এবং মেয়েদের বেলায় ২৫০ গ্রাম৷ হৃদপিণ্ডের ভেতরে থাকে ৪টি প্রকোষ্ঠ৷ ওপরের প্রকোষ্ঠ দুটোকে বলা হয় অ্যাট্রিয়াম বা অলিন্দ আর নিচের প্রকোষ্ঠ দুটোকে বলা হয় ভেন্টিকেল বা নিলয়৷ এই অলিন্দ আর নিলয় আবার তাদের ভেতরে পাটিᐂশন দিয়ে ডান এবং বাঁ প্রকোষ্ঠে বিভক্ত৷ হৃদপিণ্ডের বাঁ প্রকোষ্ঠে বিশুদ্ধ রক্ত এবং ডান প্রকোষ্ঠে থাকে দূষিত রক্ত৷ হৃদযন্ত্রের প্রধান কাজ হল ডান প্রকোষ্ঠ দিয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে দূষিত রক্ত গ্রহণ করে তা বিশুদ্ধ করণের জন্য ফুসফুসে প্রেরণ করা আর বাঁ দিকের প্রকোষ্ঠ থেকে বিশুদ্ধ রক্ত ধমনির মাধ্যমে সারা শরীরে প্রেরণ করা৷ বিশুদ্ধ রক্ত বলতে অক্সিজেনেটেড রক্তকে বুঝানো হয়৷ অক্সিজেন শরীরের প্রতিটি কোষের জন্য অত্যন্ত দরকারি৷ হৃদপিণ্ড যদি শরীরকে ঠিকমতো অক্সিজেন যোগান দিতে না পারে তবে কোষগুলো অক্সিজেন স্বল্পতায় ভুগতে থাকে৷ যে কোনো কোষের বেঁচে থাকার জন্য অক্সিজেন অত্যন্ত প্রয়োজনীয়৷

হৃপিন্ডের বিভিন্ন রোগের নাম নিম্নে দেওয়া হলো -
১.     উচ্চ রক্ত চাপ
২.     হাটᐂএ্যাটাক
৩.     বাত জ্বর
৪.     হৃদপিন্ডের যত্ন

Navigation

[0] Message Index

Go to full version