মানবদেহ - স্নায়ুতন্ত্র

Author Topic: মানবদেহ - স্নায়ুতন্ত্র  (Read 1592 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2668
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
মানবদেহ - স্নায়ুতন্ত্র
« on: October 21, 2011, 08:45:53 PM »
মানুষের স্নায়ুতন্ত্রের দুটি অংশ৷ একটি সেন্ট্রাল নাভাᐂস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং অপরটি পেরিফেরাল নাভাᐂস সিস্টেম বা বহিঃস্থ স্নায়ুতন্ত্র৷ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ ব্রেইন বা মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড বা মেরুমজ্জা৷ মানুষের মস্তিষ্কের তিনটি অংশ-ফোর ব্রেইন বা সামনের অংশ, মিড ব্রেইন বা মধ্যের অংশ আর হাইন্ড ব্রেইন বা পেছনের অংশ৷ ফোর ব্রেইনের প্রধান অংশের নাম হল সেরিব্রাম৷ এই সেরিব্রামের দুটি অংশ ডান সেরিব্রাম ও বাম সেরিব্রাম৷ আমাদের চলাফেরা, কথাবলা সবই নিয়ন্ত্রণ করে সেরিব্রামের কিছু বিশেষ স্নায়ুকোষ৷ এই সেরিব্রামই প্রধানত স্ট্রোকে আক্রান্ত হয়৷ সামনের অংশে আরো থাকে থ্যালামাস৷ একগুচ্ছ স্নায়ুকোষ মিলে তৈরি হয় থ্যালামাস৷ এটি মানুষের সেনসেশন বা অনুভূতি নিয়ন্ত্রণ করে৷ তাই একে অন্যভাবে সেনসরি রিলেস্টেশনও বলা যায়৷ মস্তিষ্কের পেছনের অংশকে বলা হয় হাইন্ড ব্রেইন৷ এর আবার তিনটি অংশ - পনস, মেডালা এবং সেরিবেলাম৷

স্নায়ুতন্ত্রের কিছু রোগের নাম নিম্নে দেওয়া হলো-

 

১. প্যারালাইসিস বা স্ট্রোক

২. মাইগ্রেন

৩. হঠাত্ জ্ঞান হারানো

৪. মেনিনজাইটিস