Science & Information Technology > Internet Technology

বিশ্বের শীর্ষ ১০ সার্চ ইঞ্জিন (প্রথম পর্ব)

(1/1)

nafees_research:
বিশ্বের শীর্ষ ১০ সার্চ ইঞ্জিন (প্রথম পর্ব)
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি? নিশ্চয় গুগল, যা ইন্টারনেট দুনিয়ার সবারই জানা। তবে বিশ্বের শীর্ষ ১০ সার্চ ইঞ্জিনের তালিকা করতে পারাটা অনেকের জন্যই কঠিন হবে। গুগল ছাড়াও বেশকিছু সার্চ ইঞ্জিন আছে। যেগুলোর গুগলের মতো পরিচিতি নেই। প্রতিদিন লাখ লাখ অনুসন্ধান ফলাফল দিচ্ছে এসব প্রতিষ্ঠান। বিশ্বের শীর্ষ ১০ সার্চ ইঞ্জিন নিয়ে আয়োজনের আজ প্রথম পর্ব—


গুগল: ইন্টারনেট দুনিয়ায় গুগলকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। বিভিন্ন বিষয়ে অনুসন্ধানের জন্য সবচেয়ে বেশি ব্যবহূত হয় গুগল। সামগ্রিকভাবে বৈশ্বিক অনুসন্ধান সেবা খাতের ৭৪ দশমিক ৫২ শতাংশ দখলে নিয়ে শীর্ষে রয়েছে মার্কিন এ প্রতিষ্ঠান। এছাড়া মোবাইল এবং ট্যাবলেট অনুসন্ধান সেবা খাতের ৯৩ শতাংশ দখলে নিয়ে একক আধিপত্য বিস্তার করে আছে গুগল।


বিং: মাইক্রোসফটের বিং দ্বিতীয় শীর্ষ সার্চ ইঞ্জিন। বর্তমানে অনুসন্ধান সেবা খাতের ৭ দশমিক ৯৮ শতাংশ বিংয়ের দখলে রয়েছে। বৈশ্বিক অনুসন্ধান সেবা খাতে গুগলের বড় প্রতিদ্বন্দ্বী বিং। তবে এখন পর্যন্ত কোনো বিষয় অনুসন্ধানের ক্ষেত্রে গুগলের চেয়ে ভালো ফলাফল দিতে পারেনি প্রতিষ্ঠানটি।

ইয়াহু: ২০১১ সালের অক্টোবর থেকে ইয়াহু সার্চ পরিচালিত হচ্ছে বিংয়ের দ্বারা। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ই-মেইল সেবাদাতা মনে করা হয়  ইয়াহুকে। গুগল ও বিংয়ের মতো যে কোনো বিষয়ের অনুসন্ধানে সংশ্লিষ্ট ফলাফল দিতে না পারায় পিছিয়ে পড়ে একসময়ের ইন্টারনেট পাইওনিয়ার খ্যাত ইয়াহু। গত বছর ভেরাইজনের কাছে নিজেদের ইন্টারনেট ব্যবসা বিক্রি করে দেয় প্রতিষ্ঠানটি।


আস্ক ডটকম: বিশ্বব্যাপী অনুসন্ধান সেবাদাতা এ প্রতিষ্ঠান আগে আস্ক জিভস নামে বেশি পরিচিত ছিল। বর্তমানে অনুসন্ধান সেবা খাতের দশমিক শূন্য ৫শতাংশ এ প্রতিষ্ঠানের দখলে রয়েছে। প্রতিষ্ঠানটি প্রশ্ন/উত্তর ফরমেটে ফলাফল প্রদর্শন করে। এতে সাধারণ অনুসন্ধান অপশনও আছে। তবে ফলাফল প্রদর্শনের মানের দিক থেকে গুগল, বিং বা ইয়াহুর চেয়ে অনেক পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি।


এওএল ডটকম: ভেরাইজন কমিউনিকেশন্সের একটি সহযোগী প্রতিষ্ঠান এওএল। বৈশ্বিক অনুসন্ধান সেবা খাতের দশমিক শূন্য ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষ ১০ সার্চ ইঞ্জিন তালিকায় জায়গা করে নিয়েছে এওএল ডটকম। এ সার্চ ইঞ্জিনের সঙ্গে যুক্ত রয়েছে এনগ্যাজেট ডটকম, টেকক্রাঞ্চ ডটকম এবং দ্য হাফিংটন পোস্ট ডটকমের মতো বেশকিছু জনপ্রিয় ওয়েবসাইট।


সূত্র: রিলাইঅ্যাবল সফট ডটনেট

News link: http://bonikbarta.net/bangla/news/2018-05-31/159511/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7-%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A-%E0%A6%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A8.../

sheikhabujar:
thanks for nice sharing

fahad.faisal:
Thanks for sharing.

Navigation

[0] Message Index

Go to full version