DIU Activities > Permanent Campus of DIU
Wastage in disguise.
Reza.:
লেখাটিতে আমাদের অতিরিক্ত ক্রয় করার মন্মানুশিকতা বলা হয়েছে। শার্টের কথা উদাহরন হিসেবে দেয়া হয়েছে। আমাদের চারপাশে এমন ও মানুষ দেখেছি যিনি একটি শার্ট এক বারই পড়েন।
শার্টের বাতিল হওয়ার পিছনে শুধু ভাল অবস্থায় থাকার প্রয়োজন পড়ে না। কিছুদিন পড়ার পরে আমাদের তার প্রতি আকর্ষণ কমে গেলেও আমরা তা বাতিল করে দেই। তাই ২০ টি শার্ট থাকলে তাও অপচয়ের মধ্যে পড়ে।
আমাদের অপচয়ের আরেকটি খাত হল মোবাইল। পুরানো মোবাইল ঠিক থাকা স্বত্বেও নতুন মডেল আসায় আমরা পুরানোটা বাতিল করে দেই। যদিও তা সচল ছিল।
Navigation
[0] Message Index
[*] Previous page
Go to full version