Health Tips > Hair Loss / Hair Maintenance
নারিকেল তেলে চুল তাজা
(1/1)
Mafruha Akter:
পৃথিবী জুড়েই চুলের যত্নে নারিকেল তেলের ব্যবহার হয়। এই তেল ব্যবহারে চুলে চোখে পড়ার মতো পরিবর্তন দেখা দেয়।
রূপচর্চা-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে বাড়িতে নারিকেল তেল তৈরির উপায় এবং এর গুণাগুণ সম্পর্কে এখানে দেওয়া হল।
প্রস্তুতি
নারিকেল ভেঙে শাঁস আলাদা করে নিন।
নারিকেলের শাঁস ছোট ছোট টুকরা করে কেটে নিন অথবা ‘ফুড প্রসেসর’য়ের মাধ্যমে ঝুড়ি করে নিতে পারেন। ভালোভাবে ব্লেন্ড করতে হলে প্রয়োজনে এতে সামান্য পানি যোগ করতে পারেন।
মিহি তন্তুর কাপড়ে ব্লেন্ড করা নারিকেল নিয়ে তা ভালো ভাবে চিপে নিন, এতে নারিকেলের আঁশ ও দুধ আলাদা হয়ে যাবে।
নারিকেলের দুধ আলাদা একটা পাত্রে ঢেলে নিন। সম্পূর্ণ নারিকেল থেকেই এমনভাবে দুধ আলাদা করে নিন। নারিকেল দুধ ভর্তি পাত্রটা একদিন স্থির ভাবে রেখে দিন। এতে দুধ ও তেল আলাদা হয়ে যাবে।
পরেরদিন পাত্রটির উপরের অংশ থেকে চামচের সাহায্যে দুধের সাদা অংশ আলাদা করে নিন। নিচের অংশে জমে থাকা তেলই ব্যবহার উপযোগী তেল।
উপকারিতা
- নারিকেল তেল হালকা হওয়ায় এটা খুব সহজেই মাথার ত্বকে প্রবেশ করে এবং গভীর থেকে চুল মসৃণ করে তুলে।
- এই তেল চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং সুস্থ ও শক্ত করে চুল পড়ার মাত্রা কমাতে সাহায্য করে।
- নারিকেল তেল চুল মসৃণ করতে এবং মাথার ত্বকের শুষ্কতা ও অস্বস্তি দূর করতে সাহায্য করে। আর চুলে বাড়তি উজ্জ্বলতা ও ঘনভাব যোগ করে।
- চুলের সাধারণ গঠন উন্নত করতে এবং চুলের ক্ষতি যেমন- আগাফাটা ও সাদাভাব দূর করতে সাহায্য করে।
Navigation
[0] Message Index
Go to full version