Faculty of Humanities and Social Science > Bangladesh Studies
পোশাকের জন্যই রপ্তানিতে স্বস্তি
(1/1)
Md. Fouad Hossain Sarker:
সদ্য বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরে সব মিলিয়ে ৩ হাজার ৬৬৬ কোটি ৮১ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় ২০১৬-১৭ অর্থবছরের পণ্য রপ্তানির চেয়ে ৫ দশমিক ৮১ শতাংশ বেশি। ওই অর্থবছর পণ্য রপ্তানি হয়েছিল ৩ হাজার ৪৬৫ কোটি ৫৯ লাখ ডলারের। সেবার প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৬৯ শতাংশ।
For details:
http://www.prothomalo.com/economy/article/1525796/পোশাকের-জন্যই-রপ্তানিতে-স্বস্তি
Navigation
[0] Message Index
Go to full version