নারীর ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইনভিত্তিক জব মার্কেটপ্লেস ‘দ্য টু আওয়ার জব’ ’র যাত্রা শুরু হল। রোববার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে প্লাটফর্মটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। ‘দ্য টু আওয়ার জব’ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নারীরা ঘরে বসেই বিভিন্ন ক্ষেত্রে তাদের নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক চাহিদা পূরণে পেশাগত সেবা প্রদান করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, কারিগরি বিপ্লবের জন্য ধন্যবাদ, কাজের জায়গায় ব্যাক্তিগত উপস্থিতি প্রয়োজন আগের চেয়ে কম গুরুত্বপূর্ণ হয়ে উঠছে The2hourjob.com চাকরিটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নারীর ব্যাক্তিগত উপস্থিতি প্রয়োজন হয় না।
For details:
https://www.jugantor.com/tech/70648/নারীদের-প্রথম-জব-মার্কেটপ্লেস-দ্য-টু-আওয়ার-জব