Colleagues.

Author Topic: Colleagues.  (Read 985 times)

Offline Reza.

  • Hero Member
  • *****
  • Posts: 795
  • My thoughts are trying to find a way.
    • View Profile
Colleagues.
« on: July 21, 2018, 11:39:25 PM »
(কলিগ।)

তিনি একমনে কাজ করতেছিলেন। একসময় দেখলেন লেখা গুলো পড়তে কষ্ট হচ্ছে। কখন তাকে না জানিয়ে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে - তিনি তা জানেন না।
আগে একদিন কাজ করতে করতে দেখলেন তার পেট কেমন চুই চুই করতেছে। তিনি যে আজকে লাঞ্চ করতে ভুলে গেছেন এইটা তার মনে নাই।
অনেক বড় বড় জটিল সমস্যার সমাধান তিনি পানির মত করে ফেলেন। এই বিষয়ে তিনি অপ্রতিদ্বন্দ্বী।
তার সহকর্মীরা জানে তাকে কাজ বা জটিল কোন সমস্যা দিয়ে কখনো ধরাশায়ী করা যায় না। তাকে ধরাশায়ী করা যায় সহজ প্রশ্ন দিয়ে।
যেমন আজকে সকালে কি দিয়ে নাস্তা খেলেন? কিংবা ছুটিতে কোথায় বেড়াতে যাবেন?
কিংবা শুধু কাজ করলে হবে? বসকে বলেন যে আগের আরো দুইটা কাজ পেন্ডিং আছে। ওই দুইটা আগে শেষ হোক। তার পর নতুন কাজ দিতে।
তিনি দেখেন না কিভাবে তার সমাধান করা কাজ নিয়ে অন্যজন বসের
কাছে কৃতিত্ব নিয়ে নেয়। শুদ্ধ বানানে লিখতে যার কলম ভেঙ্গে যায় সেও কিভাবে তার লেখা নিজের বলে প্রশংসা নিয়ে আসে। আর বলে আসেন উনাকে কাজটা ভাল ভাবে বুঝিয়ে দিবেন।
তারা সব থেকে উপভোগ করে বসের কাছে অনুযোগ করে - উনি কাজ করেন না শুধু টেবিলে ঘুমিয়ে মশা মারেন!!
উনিও খেয়াল করে দেখেছেন বসের প্রশ্নের ভাল উত্তর গুলো তৎক্ষণাৎ তার মাথায় আসে না। বসের বকা খেয়ে সারাদিন মন খারাপ করে যখন ঘুমাতে যান তখন কিলবিলিয়ে বের হয়ে আসে কত গুছানো ও সুন্দর সব উত্তর।
তার কাছে এখন অনেক উত্তর জমা হয়েছে। বলা হয় না। আসলে অনেকদিন হয়ে গেছে। কলিগদের প্রতিও কিছুটা মমতা তৈরি হয়েছে। নিক না কিছু ক্রেডিট। করুক না বদনাম। সবাই ভাল থাকুক আনন্দে থাকুক এইটাই তিনি মনে মনে কামনা করেন।
Assistant Professor,
Department of Textile Engineering.
Permanent Campus.
Email: reza.te@daffodilvarsity.edu.bd
Mobile No. 01847140128