Faculty of Allied Health Sciences > Pharmacy
বাজার থেকে ভালসারটন প্রত্যাহারের নির্দেশ
(1/1)
farjana aovi:
বাজার থেকে ভালসারটন ওষুধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ রোববার দুপুরে মন্ত্রণালয় সভাকক্ষে এ বিষয়ে এক সভা শেষে মন্ত্রী এ নির্দেশ দেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ভালসারটন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। ভালসারটন ব্যবহারে ক্যানসার হয়—এমন প্রমাণ হাতে আসার পর পৃথিবীর বেশ কয়েকটি দেশ ওষুধটি নিষিদ্ধ করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভালসারটন ওষুধের কাঁচামাল যেন অন্য কোনো ওষুধে ব্যবহার করা না হয়, সে ব্যাপারে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার কথা বলেছেন মোহাম্মদ নাসিম। ভালসারটন ওষুধ ব্যবহার না করার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে একটি বিশেষজ্ঞ প্যানেলের মতামতসহ সচেতনতামূলক বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশের জন্যও তিনি ঔষধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক গোলাম কিবরিয়া, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান, সমিতির উপদেষ্টা আবদুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
Source: Prothom alo
Navigation
[0] Message Index
Go to full version