বয়স কম, তবুও বয়স্ক দেখালে মেনে চলুন ৩ উপায়

Author Topic: বয়স কম, তবুও বয়স্ক দেখালে মেনে চলুন ৩ উপায়  (Read 1523 times)

Offline Mrs.Anjuara Khanom

  • Sr. Member
  • ****
  • Posts: 474
  • Test
    • View Profile
বয়স বেশি নয়, তবুও চেহারা বয়স্ক লাগে। যদি চেহারাকে দোষ দিয়ে থাকেন তাহলে ভুল করছেন৷ হতে পারে আপনার ড্রেসিং সেন্সের জন্যও আপনাকে বয়স্ক দেখাচ্ছে৷ চেহারার ক্ষেত্রে সঠিক জামা-কাপড় নির্বাচন করতে না পারলে আপনার বাহ্যিকতায় আসতে পারে নেতিবাচক প্রভাব৷

পোশাক এমন একটা জিনিস যা আপাদমস্তক বদলে দিতে পারে আপনার লুক৷ বয়স কম, তবে সাজ পোশাকের জন্য আপনার বয়স কয়েক ধাপ বেড়ে যেতে পারে৷ যাতে আপনাকে বয়স্ক না লাগে তার জন্য অনুসরণ করে যেতে হবে এই ফ্যাশন টিপস৷ এগুলি মেনে চললেই নিজের মধ্যে একটা বদল অনুভব করতে পারবেন-
 
১। সঠিক মাপের পোশাক পরা সবচেয়ে বেশি প্রয়োজন৷ একটু ভারী চেহারা যাদের, তারা জামাকাপড় কিনতে গেলে সাধারণত ঢোলা পোশাকের দিকে চোখ দেন৷ অনেকে ভাবেন টাইট জামায় তাকে হয়তো বেশি মোটা লাগবে৷ অথবা একটু বড় সাইজের জামা পরলে কম মোটা লাগবে৷ শরীরের অতিরিক্ত মেদের লেয়ার সকলের চোখে পড়বে৷ এই ভাবনা চিন্তা গুলি সাইডে রেখে বেছে নিন সঠিক পোশাক৷ যা আপনার সাইজ ঠিক সেটাই বেছে নিন৷ আর এতে আপনি কমফার্টেবলও থাকছেন৷

২। হরাইজেন্টাল স্ট্রাইপের পোশাক পরবেন না৷ এতে আপনার বয়স বেশি লাগে৷ বরং হরাইজেন্টাল স্ট্রাইপ ছেড়ে ভার্টিকাল স্ট্রাইপ কিনুন৷ এতে আপনাকে রোগা লাগবে, বয়স তো কমবেই৷

৩। এখন ফ্যাশনে বেশ ভালই ইন গিক গ্লাসেস৷ চশমার আকৃতিই যে আপনার ব্যক্তিত্ব ও বয়স বদলে দিতে পারে তা নিশ্চই অজানা নয়৷ মুখের সঙ্গে মানানসই ফ্রেমের চশমা না পরলে বয়স বেশি দেখাবেই৷ এমনকি দেখতেও তেমন ভালো লাগবে না৷ সে ক্ষেত্রে পুরনো ডিজাইন ছেড়ে ট্রাই করুন গিক গ্লাসেস। এই চশমার ফ্রেম মুখের শেপ বদলে ফেলে৷ চওড়া করে তোলে চোখের চারপাশকে৷ স্টাইল তো হবেই, সঙ্গে দেখাবেও কমবয়সি৷


বিডি প্রতিদিন/
Mrs, Anjuara Khanom
Library Assistant Officer,
Daffodil International University
DSC Campus
02224441833/34