Faculties and Departments > Department of Innovation & Entrepreneurship
নারীদের উদ্ভাবন নিয়ে ‘উইমেন্স ইনোভেশন ক্যাম্প’
(1/1)
Md. Anwar Hossain:
জাতীয় বিভিন্ন সমস্যা সমাধানে নারীদের উদ্ভাবনগুলো তুলে ধরতে যৌথভাবে ‘উইমেন্স ইনোভেশন ক্যাম্প ২০১৮’ আয়োজন করছে গ্রামীণফোন হোয়াইট-বোর্ড এবং অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। উদ্ভাবনী এ প্রতিযোগিতায় সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের ধারণা জমা দিতে হবে। বাস্তবায়নের উপযোগী সেরা উদ্ভাবনী ধারণাগুলো নিয়ে হবে মূল প্রতিযোগিতা। সেরা ধারণাগুলোকে পুরস্কার দেওয়ার পাশাপাশি বাস্তবায়নে সহায়তাও করা হবে। সমস্যা শনাক্ত এবং প্রতিযোগিতার মাধ্যমে সেগুলোর সমাধানের পদ্ধতি জানতেই এ উদ্যোগ। যেকোনো নারী ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের হয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
http://www.amardesh.com/daily-kalerkantho-bangla-newspaper.php
Raisa:
:)
Navigation
[0] Message Index
Go to full version