কী আছে অ্যান্ড্রয়েড পাইয়ে?

Author Topic: কী আছে অ্যান্ড্রয়েড পাইয়ে?  (Read 1046 times)

Offline nusratjahan

  • Full Member
  • ***
  • Posts: 148
  • Nusrat Jahan(NJ)
    • View Profile
এই সংস্করণের অন্যতম নতুন ফিচার হচ্ছে ডিজিটাল ওয়েলবিইং কনট্রোল। স্মার্ট ডিভাইসগুলো ব্যবহারকারীদের জন্য ‘আসক্তিমূলক’ আর তাদের ঘুমের অভ্যাস বিঘ্নকারী- এমন সমালোচনার জবাবে এই ফিচার আনা হয়েছে বলে উল্লেখ করা হয় বিবিসি’র প্রতিবেদনে।
এই ফিচারের মাধ্যমে একটি ড্যাশবোর্ডে একজন ব্যবহারকারী তার ডিভাইস ব্যবহারে কতক্ষণ সময় ব্যয় করছেন তা দেখানো হবে। এক্ষেত্রে তাদের সবচেয়ে পছন্দের অ্যাপগুলোর কোনটিতে কত ঘণ্টা কত মিনিট খরচ হচ্ছে তা বিস্তারিত তুলে ধরা হবে।

শুধু তাই নয়, এর সঙ্গে নির্ধারিত প্রোগ্রামের জন্য আগে থেকেই সময় বেঁধে দেওয়ারও সুযোগ রয়েছে। এই সময়সীমা শেষ হওয়ার কিছু আগে ব্যবহারকারীকে সতর্ক করা হবে। সীমা শেষ হওয়ার সঙ্গে অ্যাপের আইকনটি ধূসর বর্ণ ধারণ করবে ও অ্যাপটি চালু হবে না। তবে, এই লকড অ্যাপ আবার খোলা যাবে।

উইন্ড ডাউন মোড

দিনশেষে দ্রুত ব্যবহারকারীকে স্মার্টফোন ছাড়তে সহায়তা করবে এই উইন্ড ডাউন মোড। আগে থেকে ঠিক করা সময়ে স্মার্টফোনের স্ক্রিন ধূসরের কাছাকাছি রঙ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে চালু হবে ডু নট ডিস্টার্ব মোড, সব ইনকামিং কলের অ্যালার্ট হয়ে যাবে সাইলেন্ট।

একই রকম লক্ষ্য নিয়ে আইওএস ১২-এ স্ক্রিন টাইম কনট্রোল নামের ফিচার আনছে টেক জায়ান্ট অ্যাপলও।

উন্নত হয়েছে নোটিফিকেশন

যে কোনো অ্যালার্ট দেওয়ার সঙ্গে পাইয়ে ছবিও দেখানো হবে। কোনো কলের নোটিফিকেশনের ক্ষেত্রে ব্যবহারকারীর সঙ্গে যিনি যোগাযোগ করেছেন তার একটি ছোট ছবি দেখানো হবে। কোনো কনটেন্ট শেয়ার করা হলে তার প্রিভিউ দেখা যাবে অ্যালার্টের সঙ্গে।

সেইসঙ্গে স্মার্ট রিপ্লাই ফিচারের মাধ্যমে নোটিফিকেশনগুলো থেকেই ব্যবহারকারীরা তাদের পাওয়া মেসেজের জবাব দিতে পারবেন। এক্ষেত্রে প্রত্যাশিত জবাবও দেখানো হবে, যা ব্যবহারকারীরা টাইপ না করেই পাঠিয়ে দিতে পারবেন।

https://bangla.bdnews24.com/tech/article1527319.bdnews
Nusrat Jahan
Senior Lecturer
Dept. of CSE
Daffodil International University