Entertainment & Discussions > Cricket
সিপিএলে ইরফানের নতুন বিশ্বরেকর্ড
(1/1)
Anuz:
সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড প্যাট্রিয়টসের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ৩টিতেই মেডেন। ১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তাতেই ভেঙেছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ র্যাম স্লামে করা ক্রিস মরিসের রেকর্ডটি। মরিস ৪ ওভারে ৩ মেডেন দিয়ে ২ উইকেট নিয়েছিলেন, তবে রান দিয়েছিলেন ২।
ইরফানের এমন বোলিংয়ের পরও অবশ্য মাহমদুউল্লাহর দল অনায়াসে হারিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টসকে। গত ম্যাচে দারুণ বোলিং করেও এ ম্যাচে বল হাতে পাননি মাহমুদউল্লাহ। আর ট্রাইডেন্টসের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য প্যাট্রিয়টস ৭ বল আর ৬ উইকেট হাতে রেখে জিতে যাওয়ায় ব্যাট হাতেও নামতে হয়নি মাহমুদউল্লাহকে।
হেরে যাওয়া দলে থেকেও ম্যাচসেরা হয়েছেন ইরফান। টি-টোয়েন্টিতে যা বিরল ঘটনা। না হলেই অন্যায় হতো। বিরল কেন, বলা যায়, অনন্য কীর্তি যে গড়েছেন ইরফান
নিজের আর ইনিংসের প্রথম বলেই ক্রিস গেইলকে ফিরিয়ে শুরুটা করেছিলেন। সেই ওভারে উইকেট মেডেন। পরের ওভারে ফেরালেন এভিন লুইসকে। সেটিও উইকেট মেডেন। নিজের আর ইনিংসের পঞ্চম ওভারেও মেডেন। চতুর্থ ওভারের প্রথম ৫ বল থেকেও এল না কোনো রান। ষষ্ঠ বলে ১ রান দিয়ে ফেললেন। ৪ ওভারের স্পেলে সবচেয়ে কম ইকোনমির নতুন বিশ্ব রেকর্ড হয়ে গেল। ইরফানের এমন বোলিংয়ের ধাক্কাতেই ৯ ওভার শেষে প্যাট্রিয়টসের স্কোর ২ উইকেটে ৩২ রান! সেখান থেকেই ম্যাচটা বের করে নিয়ে গেছে প্যাট্রিয়টস। ৫ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে মাহমুদউল্লাহর দল।
tokiyeasir:
Amazing Power
Raisa:
:) :) :)
Navigation
[0] Message Index
Go to full version