Faculty of Allied Health Sciences > Pharmacy

মার্স সংক্রমণ

(1/1)

farjana aovi:
 মার্স-কোভির সংক্রমণের উপসর্গ হলো:
 আক্রান্ত ব্যক্তির সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট হতে পারে।
 অনেক ক্ষেত্রে নিউমোনিয়ায় আক্রান্ত হয় রোগী।
 কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়াও হতে পারে।

উট থেকে সাধারণত মানুষের দেহে মার্স-কোভির সংক্রমণ ঘটে। আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এলে অন্য ব্যক্তিরও সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। এই ভাইরাস মানবদেহের শ্বাসতন্ত্রকে আক্রমণ করে। সামান্য সর্দি-জ্বর থেকে শুরু করে সার্স বা সিস্টেমিক ইনফ্লেমেটরি রেসপন্স সিনড্রোমের মতো মারাত্মক সমস্যা তৈরি করতে পারে এটি। সার্সে আক্রান্ত হলে কিডনি, ফুসফুসসহ বিভিন্ন অঙ্গ অকেজো পর্যন্ত হয়ে যেতে পারে।
মার্স-কোভির সংক্রমণের উপসর্গ হলো আক্রান্ত ব্যক্তির সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট হতে পারে। অনেক ক্ষেত্রে নিউমোনিয়ায় আক্রান্ত হয় রোগী। কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়াও হতে পারে। অত্যন্ত বয়স্ক বা ডায়াবেটিস, কিডনি জটিলতা, দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে জটিলতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ ক্ষেত্রে প্রায় ৩৫ শতাংশ রোগীর মৃত্যুঝুঁকি দেখা দেয়।
Source: ডা. এ হাসনাত শাহীন, মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ, ইমপালস হাসপাতাল, তেজগাঁও, ঢাকা

Navigation

[0] Message Index

Go to full version