Faculty of Humanities and Social Science > English
Two Poems
(1/1)
Al Mahmud Rumman:
দু’টি কবিতা
রুম্মান মাহমুদ
১.
একটা পাথর নিয়েই বাঁচতে পারে বহুকাল।
পাথর ঘষে সে দাউ দাউ তোলে আনন্দ ঝড়-
যত ঢেউ তুমি দু’হাতে কুড়াও অখিল শ্রাবণ
বিনিময়ে দাও অবহেলা অপমান অকাতর।
ঘৃণা দাও কিছু ভাবো জিতে গেছো খুব এই খেলা।
বোধের আড়ালে থাকুক নেভানো অপরাধবোধ।
সে হাসবে খুব যেভাবে হেসেছে সারাটাজীবন,
তাকাবেনা ফিরে, নখে ঠোঁটে জ্বলবেনা প্রতিশোধ।
জীবন দিয়েছে তাকে যথেষ্ট, ফুরাবার নয়।
অপেক্ষা শুধু নিবিড় নিথর মৃত্যুদিনের
যেভাবে পাথর ক্ষয়ে ক্ষয়ে যায় স্বমেহনে
তুমি উড়ে যাও স্বাদ মাখো ঠোঁটে অন্য তৃণের।
২.
তুমি ছোটো আকাশকুসুম, পকেটে নিয়ে ঘোরো মহাকাল
পারো যদি এসো একবার, কথা বলি কোন অলস বিকাল।
আমার তো হলো না কিছুই, হবার যে নয় একথা খুব মানি
অহেতুক তোমাকে বলা, হলো কেবল অস্বস্তি হয়রানি।
ট্র্যাক কখনো ছিল না এক, বুঝি, আমি অন্য রেসের ঘোড়া,
প্রবোধ দিয়েছি নিজেকে, শেষকালে আজ হতে হলো খোঁড়া।
থাকুক এসব বাজে কথা, আমি ক্লাসে তোমার গল্প বলি,
ওদের চোখ টলমল বিষ্ময়, তারা খসে পড়া ঝলমল গলি,
আমি করিডোরে হাঁটি, ছায়াপথে মিশে যাই ক্রমশ
কত পেপার চেক করা বাকি, কত মেঘে ভারী হয় আকাশও।
zahid.eng:
;D
Rafiz Uddin:
:)
Navigation
[0] Message Index
Go to full version