সহজ কাজে ওজন কমান

Author Topic: সহজ কাজে ওজন কমান  (Read 827 times)

Offline Mousumi Rahaman

  • Hero Member
  • *****
  • Posts: 827
  • Only u can change ur life,No one can do it for u..
    • View Profile
সহজ কাজে ওজন কমান
« on: September 13, 2018, 02:28:29 PM »
একজন মানুষের সম্পূর্ণ বিশ্রামে থাকা অবস্থাতেও কিছুটা ক্যালরি ক্ষয় হয়। হৃৎপিণ্ড সচল রাখতে, শ্বাসপ্রশ্বাস নিতে বা দেহের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় এই ক্যালরি খরচ হয়। একে বেসাল মেটাবলিক রেট (বিএমআর) বলা হয়। বিএমআর মানুষ ও পরিস্থিতিভেদে ভিন্ন। বিএমআরের সঙ্গে ওজন বাড়া-কমার সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে যাঁরা ডায়েট করে থাকেন, তাঁদের নিম্ন মেটাবলিক রেট থাকলে ওজন কমাতে সমস্যা হয়।

গবেষণায় দেখা গেছে, স্রেফ ঘরে পায়চারি, এটা-ওটা ছোট কাজকর্ম, পা নাচানো ইত্যাদি করেও সপ্তাহ শেষে প্রায় ৩৫০ ক্যালরি ক্ষয় হতে পারে। এখন দেখা যাক আমরা নিয়মিত হাঁটাহাঁটি ও ব্যায়ামের বাইরেও কীভাবে দৈনন্দিন কাজের মাধ্যমে মেটাবলিক রেট বাড়িয়ে ক্যালরি ক্ষয় বাড়াতে পারি।

: বাড়িতে বা অফিসে লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করতে পারেন। ১২টি সিঁড়ি ওঠা ও নামার পর আপনি ৫ ক্যালরি ক্ষয় করতে পারবেন।

: কিছুটা দূরে গাড়ি পার্ক করে বা বাস থেকে নেমে বাকিটা পথ হেঁটে আসুন।

: কোনো কারণে হাঁটতে হলে (যেমন বাজার করার সময়) একটু দ্রুত লয়ে হাঁটুন।

: অফিসে প্রতি এক ঘণ্টা পরপর চেয়ার থেকে উঠে দাঁড়ান, আড়মোড়া ভাঙুন ও পারলে পায়চারি করুন।

: বাড়িতে টিভি দেখা বা বসে পত্রিকা পড়ার মাঝে এদিক-ওদিক হাঁটাহাঁটি করুন। ঘরের কাজ করতে পারেন। ১৫ মিনিট মেঝে ঝাড়ু দিলে ৩৯ ক্যালরি, দাঁড়িয়ে বাসনকোসন ধুলে ২২ ক্যালরি ক্ষয় হয়।

এভাবে প্রতিদিন ক্যালরি ক্ষয়ের পরিমাণ একটু একটু বাড়িয়ে আমরা তা সপ্তাহা‌ন্তে মোট ব্যায়ামের সঙ্গে যোগ করতে পারি। সেই সঙ্গে ক্যালরি গ্রহণও কমাতে হবে। কেউ যদি প্রতিদিন অতিরিক্ত ১০০ ক্যালরি পরিমাণ খাবার গ্রহণ করে, তবে বছর শেষে ৪ থেকে ৫ কেজি ওজন বাড়বে।
Mousumi Rahaman
Senior Lecturer
Dept. Textile Engineering
Faculty of Engineering
Daffodil International University

Offline Ms Jebun Naher Sikta

  • Full Member
  • ***
  • Posts: 190
  • Test
    • View Profile
Re: সহজ কাজে ওজন কমান
« Reply #1 on: September 13, 2018, 05:38:15 PM »
nice to know.