Faculty of Engineering > Textile Engineering

Every person is special by birth.

(1/2) > >>

Reza.:
আমাদের দেহের প্রতি কোষে আছে ক্রোমোজোম। ক্রোমোজোমে আছে ডি এন এ। এইটাতেই লিখিত আছে আমরা কি রকম দেখতে হব, আমাদের পছন্দ - সব।
এই ক্রোমোজোম আমরা পেয়েছি আমাদের বাবা মায়ের কাছ থেকে। অর্থাৎ আমাদের বৈশিশটের বেশীর ভাগ টুকুই আমাদের জন্মের আগেই নির্ধারিত হয়ে গেছে। কেউ একজন সুনিপুণ দক্ষতায় আগেই আমরা কেমন হব তা নির্ধারণ করে রেখেছিলেন।
তাই ভাবতেছি যার কথা আগে ভাবা হয়েছিল সে অবশ্যই অনেক স্পেশাল। কিন্তু সে নিজেই তা জানেনা।
সে যদি তা জানতো তাহলে কিছুতেই সে ঘুস-দুর্নীতি বা অন্য কোন নিম্ন মানের কাজে জড়িয়ে পড়ত না।
সাথে সাথে এইটাও মনে হইতেছে যে আমরা সবাই বংশ পরম্পরায় এই
ডি এন এ তে লিখিত সঙ্কেত বহন করে চলেছি। আমরা ডি এন এ পেয়েছি আমাদের বাবা মায়ের কাছ থেকে। তারা পেয়েছে তাদের বাবা মায়ের কাছ থেকে। এই রকম। আবার আমাদের কাছ থেকে ডি এন এ পেয়েছে আমাদের সন্তানেরা। তাদের থেকেও ভবিষ্যতে তাদের বংশধরেরা ডি এন এ পাবে। এইভাবে এই লিখিত সংকেত পরিবহন হয়ে চলবে। তা অতিক্রম করবে বহু সময় ও দূরত্ব।
কিন্তু কেন? একমাত্র মহান আল্লাহই তা ভাল জানেন।

(আমার ফেসবুক পোস্ট থেকে নেয়া।)

parvez.te:
Nice post...

Reza.:
Thank you.

mominur:
Nice...Sir

Reza.:
Thank you.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version