Entertainment & Discussions > Cricket
প্রথমবারের মতো এশিয়া কাপে থাকছে ‘সুপার ওভার’
(1/1)
Anuz:
দর্শকদের আর আফসোস করতে হবে না, ম্যাচ টাই হলেই থাকছে ‘সুপার ওভার’। এশিয়া কাপের ফাইনালসহ ১৩টি ম্যাচেই টাইয়ের বেলায় সুপার ওভারের ব্যবস্থা রাখা হয়েছে এবার। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো এই নিয়ম প্রয়োগ হতে যাচ্ছে।
আইসিসির ৫০ ওভারের টুর্নামেন্টের নকআউট ম্যাচে ‘সুপার ওভার’ পদ্ধতি ব্যবহার করা হয়েছে এর আগে। প্রাথমিকভাবে এটি ‘ওয়ান ওভার এলিমিনেটর’ হিসেবে যাত্রা শুরু করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।
‘সুপার ওভার’-এর নিয়ম হলো কোনো ম্যাচ টাই হয়ে গেলে প্রতি দল এক ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পাবে, তাতেই নির্ধারিত হবে বিজয়ী কারা। তবে এই এক ওভারে করা রান বা উইকেট কোনো খেলোয়াড়ের পরিসংখ্যানে যোগ হয় না। যোগ হয় না দলের জয়-পরাজয়ের খাতাতেও। মূলতঃ একটি দলকে বিজয়ী হিসেবে বের করতেই ব্যবহার হয় এই পদ্ধতি। এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসের কোনো ওয়ানডে ম্যাচে সুপার ওভারের প্রয়োজন পড়েনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটি ম্যাচে এই পদ্ধতির ব্যবহার দেখেছে ক্রিকেট বিশ্ব। এবার প্রথমবারের মতো দেখা যেতে পারে এশিয়া কাপে, যদি কোনো ম্যাচ টাই হয়।
Navigation
[0] Message Index
Go to full version