Faculty of Engineering > Textile Engineering
শূন্য হিসেব খাতা।
(1/1)
Reza.:
(আমার কবিতা লেখার প্রয়াস)
(শূন্য হিসেব খাতা)
তপ্ত বাতাসে ভেসে চলে শুধুই হাহাকার.....
সব শেষ - শূন্য চাহনী - শূন্য হৃদয় - শূন্য সব হিসেব
শূন্য দিয়ে শুরু - শূন্য দিয়ে শেষ
কত চেষ্টা এই শূন্য পূরণে কত ত্যাগ কত তিতিক্ষা
কত সংগ্রাম কত যুদ্ধ কত অপেক্ষা।
শূন্য আকাশ বিশাল জলরাশি বিশাল এ ভুবনে।
সব শূন্য মনে হয় শুধু একটি শিশুর ক্রন্দনে।
কি ছিল আকাশে কি ছিল বাতাসে - শুধুই আনন্দ
বেলা শেষে শুধু ভালটাই চেয়েছ - খুঁজো নিকো মন্দ।
পুরো ভরপুর তৃপ্ত মধুর ভরা আনন্দ জীবনে
মুহূর্তে সব শেষ হয় শূন্য হয় ছিন্নভিন্ন কাননে।
হিসাবের খাতা ফেলে রেখে নতুন হিসেব দেখা
কত প্রশ্ন কত জিজ্ঞেস সবই ছিল বৃথা।
চোখ বুজে দেখ তুমি অতীতের সব - কি করনি তুমি?
সবই করেছো শুন্যের পিছে জাননি কখনো তুমি।
পুরো পৃথিবী দাপিয়ে বেড়িয়েছ - হার মাননি কখনো
কিভাবে সেই তুমি হাত পেতে দাড়িয়ে আছো?
কার দয়া হবে তোমার স্মরণে করবেন কিছু দান
ভুলে গেলেও কিছু করার নেই - যদিও তুমি ছিলে তাদের ধ্যান।
মনে রাখে শুধু তোমার শিশুরা - করে যায় ক্রন্দন
কি অসহায় তুমি ও তাহারা আর সবই ভুলোমন।
শূন্য ছিল আকাশে বাতাশে - শূন্য ছিল মনেও
শূন্য ছিল সব জায়গায় দেখনি তুমি তা জেনেও।
হিসেবের খাতা শূন্য আছে চেয়ে দেখ ভালভাবে
কিছুই আনোনি কিছুই করনি কিভাবে হিসেব হবে?
parvez.te:
Nice poetry...
Reza.:
Thank you.
Kazi Rezwan Hossain:
Nice Writing, sir
Reza.:
Thank you.
Navigation
[0] Message Index
Go to full version