Faculty of Science and Information Technology > Science and Information
ট্রিপল রিয়ার ক্যামেরার স্মার্টফোন আনছে স্যামসাং
(1/1)
Sahadat Hossain:
দুর্দান্ত লুক আর ফিচারের মিড-রেঞ্জ স্মার্টফোন আনছে স্যামসাং। এর আগেও নজরকাড়ার মতো স্মার্টফোন এনেছে সংস্থাটি। তবে এই ফোনটির কয়েকটি বিশেষ ফিচার গ্রাহকদের মন সহজেই জয় করবে বলেই আশাবাদী স্যামসাং। ২০ সেপ্টেম্বরই দক্ষিণ কোরিয়ায় নতুন মডেলটি লঞ্চ হয়েছে।
স্যামসাংয়ের মিড-রেঞ্জের এই নতুন মডেলটির নাম গ্যালাক্সি এ৭। ফোনটির দাম হতে পারে বাংলাদেশি মুদ্রায় ৩৫ হাজারের মধ্যে।
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়ে়ড ৮.০ অরিও। থাকছে ডুয়াল সিমের সুবিধাও। থাকছে সুপার অ্যামোলেড ইনফিনিটি ফুল এইচডি প্লাস ৬ ইঞ্চি (১০৮০X২২২০ পিক্সেল) ডিসপ্লে। আসপেক্ট রেশিও ১৮ দশমিক ৫:৯।
গ্যালাক্সি এ৭-এ থাকবে কোয়াড কোর প্রসেসর। দু’টি ভ্যারিয়েন্টে আনা হচ্ছে এই ফোন। একটি ৪ জিবি ইন্টারনাল এবং ৬৪ জিবি এক্সটারনাল, অপরটি জিবি ইন্টারনাল এবং ১২৮ জিবি এক্সটারনাল।
ফোনটির সবচেয়ে আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা। ২৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ৮ মেগাপিক্সেলের সঙ্গে থাকছে ওয়াইড অ্যাঙ্গল লেন্স এবং ৫ এমপি ডেপ্থ সেন্সর।
সেলফি তোলার জন্য ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে। এই প্রথম স্যামসাং ট্রিপল ক্যামেরাবিশিষ্ট ফোন আনছে। গ্যালাক্সি এ৭ থাকবে ৩৩০০ এমএএইচ ব্যাটারি। এ ছাড়াও থাকবে ডলবি অ্যাটম অডিও এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
তথ্যসূত্র: একুশে টেলিভিশন
Raisa:
:) :) :) :)
akhi:
Nice post
sazirul:
At first they should solve the signal problem. I am having lots of problem for that.
Navigation
[0] Message Index
Go to full version