আত্ববিশ্বাসী মনঃ যে ব্যক্তি নিজের মধ্যে আত্ব বিশ্বাস অনুভব করে এবং যে নিজেকে নিয়ে ভাল অনুভব করে, তার একটি সুস্থ আত্ব-ভাবমূর্তি তৈরি হয়। তিনি জানেন যে তিনি ভালবাসার যোগ্য; তিনি নিশ্চিত যে তিনি স্মার্ট ও প্রতিভা সম্পন্ন; তার থাকে অসাধারণ যোগাযোগ দক্ষতা; যা কিছু সঠিক তার প্রতি তার রয়েছে গভীর আকর্ষণ এবং তিনি ভবিষ্যতের ব্যাপারে থাকেন আশাবাদী। তিনি তেমন ব্যক্তি যার রয়েছে ব্যক্তিত্বের ও চরিত্রের শুদ্ধতা ও অখণ্ডতা বা সম্পূর্ণতা; রয়েছে ইতিবাচক চিন্তা ও দৃষ্টিভঙ্গি; রয়েছে সুনির্দিষ্ট লক্ষ সমূহ। তার থাকে অধিক মাত্রায় শক্তি-সামর্থ; তিনি হন উদ্যমী, উদ্যোগী ও উৎসাহী; বুদ্ধিমান, উপযুক্ত ও যোগ্য; লেগে থাকা ধরনের এবং সৃজনশীল। তিনি হন স্বাস্থ্য সচেতন ও ভারসাম্যপূর্ণ; নমনীয়, নিয়মানুবর্তী এবং মিতব্যয়ী।
তিনি এমন ব্যক্তি যার বিশ্বাসগুলো সুদৃঢ়; যার রয়েছে প্রচুর বিশ্বাস, আস্থা, প্রজ্ঞা ও সাহস, যা দিয়ে তিনি তার প্রতিভাকে কার্যকর ভাবে ব্যবহার করতে পারেন। এ ধরনের মানুষ হয় শান্তি প্রিয়, শান্ত স্বভাবের, রিলাক্স ও সুখী। তারা হন বাধ্য/অনুগত; বিশ্বাসযোগ্য; দায়িত্বশীল ও নির্ভরশীল। তারা আরো হয়ে থাকেন আশাবাদী; সুসংগঠিত; সঙ্গতিপূর্ণ বা পূর্বাপর একই রকমের; সুবিবেচক এবং সম্পদ সংগ্রহে দক্ষ বা দ্রুতবুদ্ধি সম্পন্ন। তিনি জানেন তার জন্য কোনটি সঠিক কাজ এবং তিনি সেটি করেও থাকেন।